তুষারপাত চান? দেখুন কোথায় কোথায় এখনই যেতে পারেন

শীতে স্নো ফল দেখার মজাই আলাদা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বরফ নিয়ে খেলা। সমতলের মানুষদের কাছে এর কোনও বিকল্পই হয় না। এই শীতে বরফ দেখতে কোথায় যাবেন এখনও ঠিক করেননি?

Advertisement
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৫ ১৭:০০
Share:

কাশ্মীর ভ্যালি।

শীতে স্নো ফল দেখার মজাই আলাদা। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বরফ নিয়ে খেলা। সমতলের মানুষদের কাছে এর কোনও বিকল্পই হয় না। এই শীতে বরফ দেখতে কোথায় যাবেন এখনও ঠিক করেননি? বরফপরা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গত শুক্রবারই মরশুমের প্রথম বরফে ঢেকে গিয়েছে কাশ্মীর ভ্যালি। জমে গিয়েছে ২২ ইঞ্চি বরফের স্তর। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নিচে। শ্রীনগরে তামমাত্রা ঘোরাফেরা করছে ০.৩ ডিগ্রির আশপাশে। আর এই তালিকায় নাম লিখিয়ে ফেলেছে হিমাচল প্রদেশের মানালি থেকে সিকিমের ইউমথাং ভ্যালি উত্তরাখন্ডের আউলি থেকে লাদাখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement