New Zealand vs Pakistan

অনবদ্য রিজ়ওয়ান, দুর্দান্ত আফ্রিদি, নিউজ়িল্যান্ডকে উড়িয়ে দশে কত পেলেন বাবররা?

সেমিফাইনালে টসে জিতে প্রথম ব্যাট করতে যায় নিউজ়িল্যান্ড। পাকিস্তানের সামনে ১৫৩ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে তারা। সহজেই রান তাড়া করে ফাইনালে পৌঁছয় পাকিস্তান। কেমন খেললেন বাবররা?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১৭:৩৩
Share:
০১ ১৪

নিউজ়িল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। ব্যাটে, বলে বাবর আজ়মদের দুরন্ত প্রদর্শন দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। বৃহস্পতিবারের সেমিফাইনাল জয়ী দলের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবেন বাবররা।

ছবি: সংগৃহীত।

০২ ১৪

বুধবারের সেমিফাইনালে টসে জিতে প্রথম ব্যাট করতে যায় নিউজ়িল্যান্ড। কেন উইলিয়ামসনরা ২০ ওভার শেষে পাকিস্তানের সামনে ১৫৩ রানের লক্ষ্যমাত্রা খাড়া করেন। সহজেই সেই রান তাড়া করে জেতে পাকিস্তান।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৩ ১৪

সেমিফাইনালে পাকিস্তানের খেলোয়াড়রা কে কেমন খেললেন? দশের মাপকাঠিতে তাঁদের কার কত নম্বর প্রাপ্য? আনন্দবাজার অনলাইনের বিচারে কত নম্বর পেলেন বাবররা? এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁদের রিপোর্টকার্ড।

ছবি: সংগৃহীত।

০৪ ১৪

বাবর আজ়ম— নিউজ়িল্যান্ডের ১৫৩ রান তাড়া করতে নেমে পাক অধিনায়ক ইনিংসের শুরু থেকেই চালিয়ে খেলেছেন। ৪২ বলে ৫৩ রান করে তিনি যখন সাজঘরে ফিরছেন, পাকিস্তানের স্কোরবোর্ডে তখন ১০৫ রান। বিপক্ষের হাত থেকে ম্যাচ তখনই ফসকে গিয়েছে। ৭টি বাউন্ডারিতে সাজানো বাবরের সেমিফাইনালের ইনিংস। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর প্রাপ্য নম্বর ৮।

ছবি: সংগৃহীত।

০৫ ১৪

মহম্মদ রিজ়ওয়ান— ব্যাট হাতে অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন রিজ়ওয়ান। বাবরের সঙ্গে তাঁর পার্টনারশিপই বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে দিল নিউজ়িল্যান্ডকে। ৪৩ বলে ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। ৫টি বাউন্ডারি মেরেছেন রিজ়ওয়ান। তাঁর প্রাপ্য নম্বরও ৮।

ছবি: সংগৃহীত।

০৬ ১৪

মহম্মদ হ্যারিস— বাবর আউট হয়ে যাওয়ার পর রিজ়ওয়ানের সঙ্গে পাক ইনিংসের হাল ধরেন হ্যারিস। তাঁদের সামনে নিউজ়িল্যান্ডের বোলিং একেবারেই সাদামাটা লেগেছে। শেষ দিকে পর পর চার আর ছয় মেরে পাকিস্তানকে জয়ের দিকে এগিয়ে দেন তিনি। তবে দলকে জিতিয়ে ফিরতে পারেননি। শেষ ওভারের আগে জয়ের জন্য ২ রান বাকি থাকতে সহজ ক্যাচ তুলে দেন ফিল্ডারের হাতে। তিনি করেছেন ২৬ বলে ৩০ রান। তাঁর প্রাপ্য নম্বর ৭।

ছবি: সংগৃহীত।

০৭ ১৪

শাহিন আফ্রিদি— পাকিস্তান বোলিংয়ের অন্যতম স্তম্ভ। সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনকে সাজঘরে ফিরিয়ে শুরুতেই ধাক্কা দিয়েছেন। অর্ধশতরানের দোড়গোড়ায় তাঁর বলে বোল্ড হয়ে ফিরেছেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪ ওভারে তিনি মোট ২৪ রান দিয়েছেন, ইকোনমি রেট ৬.০০। নিউজ়িল্যান্ডকে সেমিফাইনালে ১৫২ রানে আটকে রাখতে শাহিনের অবদান গুরুত্বপূর্ণ ছিল। তাঁর প্রাপ্য নম্বর ৮।

ছবি: সংগৃহীত।

০৮ ১৪

শান মাসুদ— ব্যাট হাতে তাঁকে খুব একটা কিছু করতে হয়নি। রিজ়ওয়ান, হ্যারিসদের সাজিয়ে দিয়ে যাওয়া ইনিংসে জয়ের রানটুকু তুলেছেন। সেমিফাইনালে শান মাসুদের নামের পাশে রয়েছে ৪ বলে ৩ রান। তাঁর প্রাপ্য নম্বর ৫।

ছবি: সংগৃহীত।

০৯ ১৪

ইফতিকার আহমেদ— মহম্মদ হ্যারিস শেষ মুহূর্তে আউট হয়ে যাওয়ায় তাঁকে নামতে হয়েছিল। তবে ইফতিকার সেমিফাইনালে খাতা খোলেননি। তাঁকে একটি বলও খেলতে হয়নি। তাঁর প্রাপ্য নম্বর ৪।

ছবি: সংগৃহীত।

১০ ১৪

নাসিম শাহ— সেমিফাইনালে ৪ ওভার বল করে কোনও উইকেট পাননি নাসিম। দিয়েছেন ৩০ রান। ইকোনমি রেট ৭.৫০। তাঁর প্রাপ্য নম্বর ৬।

ছবি: সংগৃহীত।

১১ ১৪

হ্যারিস রফ— নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হ্যারিসও কোনও উইকেট পাননি। ৪ ওভার বল করে তিনি ৩২ রান দিয়েছেন। ইকোনমি রেট ৮.০০। তাঁর প্রাপ্য নম্বর ৬।

ছবি: সংগৃহীত।

১২ ১৪

মহম্মদ ওয়াসিম— মহম্মদ ওয়াসিমকে ২ ওভার বল করার সুযোগ দিয়েছিলেন অধিনায়ক বাবর। তিনি মোট ১৫ রান দিয়েছেন (ইকোনমি রেট ৭.৫০)। কোনও উইকেট পাননি। তাঁর প্রাপ্য নম্বর ৬।

ছবি: সংগৃহীত।

১৩ ১৪

শাদাব খান— সেমিফাইনালে পাকিস্তানের হয়ে তুলনামূলক বেশি রান দিয়েছেন শাদাব খান। তাঁর ৪ ওভারে ৩৩ রান পেয়েছে নিউজ়িল্যান্ড। ইকোনমি রেট ৮.২৫। একটিও উইকেট পাননি। তবে বিপক্ষের ওপেনার ডেভন কনওয়েকে রান আউটে ফিরিয়েছেন শাদাব। তাঁর প্রাপ্য নম্বর ৬।

ছবি: সংগৃহীত।

১৪ ১৪

মহম্মদ নওয়াজ— মহম্মদ নওয়াজও সেমিফাইনালে ২ ওভার বল করেছেন। গ্লেন ফিলিপসের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি। দিয়েছেন মোট ১২ রান। তাঁর ইকোনমি রেট ৬.০০। তাঁর প্রাপ্য নম্বর ৬।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement