শুক্রবার বিকেল ৪টে। বৃষ্টির মধ্যেও অমরনাথ গুহায় দলে দলে পুণ্যার্থীরা যাচ্ছিলেন।
অমরনাথ গুহার কাছেই পুণ্যার্থীদের জন্য কয়েক হাজার অস্থায়ী শিবির গড়ে তোলা হয়েছিল। সেই শিবিরেই দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা আশ্রয় নিয়েছিলেন।
শুক্রবার বিকেল পাঁচটা। অমরনাথের নিম্ন গুহার কাছে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি হয়। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
অমরনাথ গুহায় থাকা স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টে থেকে ৬টার মধ্যে অমরনাথ গুহার আশপাশে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে জলের প্রবল স্রোত নীচের দিকে নেমে আসে।
পুণ্যার্থীদের শিবির বরাবর সেই বিপুল জলস্রোত আচমকাই নেমে আসায় শিবিরগুলিতে জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গিয়ে বালতাল এলাকায় আছড়ে ফেলে।
জলের প্রবল স্রোতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ২৫টি তাঁবু এবং তিনটি লঙ্গরখানা।
এই বিপর্যয়ের পরই উদ্ধারকাজে নামে জম্মু-কাশ্মীর পুলিশ, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিআরপিএফ, আইটিবিপি এবং ভারতীয় সেনা।
বৃষ্টিতে বিপর্যয়ের ১২ ঘণ্টার মধ্যেই ১৫ হাজারের বেশি তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।
অমরনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে ১৬ জনের। নিখোঁজ ৪০ জন। তাঁদের খোঁজে জোর তল্লাশি চলছে।