India vs Sri Lanka CWC 2023

১০-এ ১০ কে? বাকিরাই বা কত পেলেন? শামি, বিরাটদের রিপোর্ট কার্ড আনন্দবাজার অনলাইনে

বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ভারত। টানা সাতটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তারা। শ্রীলঙ্কাকে বৃহস্পতিবার ৩০২ রানে হারিয়ে ওয়াংখেড়েতে নজির তৈরি করেছেন রোহিত, বিরাটেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ২০:৪৮
Share:
০১ ১৬

বিশ্বকাপে স্বপ্নের ফর্মে আছে ভারত। শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছেন রোহিতেরা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার শুধুই নীল ঝড়। বিপুল ব্যবধানে ভারতের এই জয়ে সমর্থকেরাও উচ্ছ্বসিত।

০২ ১৬

বৃহস্পতিবার কুশল মেন্ডিসদের সামনে পাহাড়প্রমাণ ৩৫৮ রানের রানের লক্ষ্য রাখে ভারত। তা তাড়া করতে নেমে মাত্র ৫৫ রানেই গুটিয়ে গিয়েছে শ্রীলঙ্কার ইনিংস।

Advertisement
০৩ ১৬

বিশ্বকাপে এখনও পর্যন্ত তেমন নজর কাড়তে পারেনি শ্রীলঙ্কা। তবে ভারতের বিরুদ্ধে তাদের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক। শুরুতেই রোহিতকে ফেরালেও বোলারেরা কেউই আর তেমন দাগ কাটতে পারেননি।

০৪ ১৬

ব্যাট হাতে শ্রীলঙ্কা সবচেয়ে খারাপ খেলেছে। মাত্র তিন ওভারের মাথায় তিন রান করে শ্রীলঙ্কার চারটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে গিয়েছিল। একসময় স্কোরবোর্ড হয় ৫০-৯। শামি, সিরাজদের সামনে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটারেরা।

০৫ ১৬

শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচ বিশ্বকাপে ভারতের রান রেট বৃদ্ধি করতে সাহায্য করবে। ভারতীয় বোলারদের সামনে ১৯.৪ ওভারের বেশি দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা।

০৬ ১৬

মাত্র ১২ রানের জন্য শতরান অধরা থেকে গিয়েছে বিরাটের। ৯৪ বলে ৮৮ রান করে তিনি আউট হয়েছেন। আনন্দবাজার অনলাইনের বিচারে তিনি ১০-এর মধ্যে পাচ্ছেন ৮।

০৭ ১৬

শতরান হাতছাড়া হয়েছে শুভমন গিলেরও। ৯২ বলে ৯২ রানের ইনিংস খেলেছেন তিনি। শতরানের মুখে এক প্রকার ছুড়ে দিয়ে এসেছেন নিজের উইকেট। আনন্দবাজার অনলাইনের বিচারে তিনিও ১০-এর মধ্যে পাচ্ছেন ৮।

০৮ ১৬

রোহিত শর্মা রান পাননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি মাত্র দু’টি বল খেলেছেন। একটি চার মেরেছেন। পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। আনন্দবাজার অনলাইনের বিচারে তিনি ১০-এর মধ্যে পাচ্ছেন ৪।

০৯ ১৬

লোকেশ রাহুল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। ১৯ বলে তাঁর ব্যাট থেকে এসেছে ২১ রান। আনন্দবাজার অনলাইনের বিচারে তিনি ১০-এর মধ্যে পাচ্ছেন ৫।

১০ ১৬

সূর্যকুমার যাদবও খুব একটা ভাল খেলতে পারেননি শ্রীলঙ্কা ম্যাচে। ৯ বলে ১২ রান করে আউট হয়ে গিয়েছেন। আনন্দবাজার অনলাইনের বিচারে তিনি ১০-এর মধ্যে পাচ্ছেন ৩।

১১ ১৬

শতরান করতে পারেননি শ্রেয়স আইয়ারও। তবে ইনিংসের শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন তিনি। মাত্র ৫৬ বলে ৮২ রান করে সাজঘরে ফিরেছেন শ্রেয়স। আনন্দবাজার অনলাইনের বিচারে তিনি ১০-এর মধ্যে পাচ্ছেন ৯।

১২ ১৬

শেষ দিকে ভারতীয় ব্যাটিংয়ের এক দিক ধরে রেখেছিলেন রবীন্দ্র জাডেজা। তিনি ২৪ বলে ৩৫ রান করেছিলেন। বল হাতেও এক উইকেট নিয়েছেন তিনি। আনন্দবাজার অনলাইনের বিচারে তিনি ১০-এর মধ্যে পাচ্ছেন ৮।

১৩ ১৬

যশপ্রীত বুমরার ব্যাট থেকে রান আসেনি। তবে বলেই বাজিমাত করে দিয়েছেন আমদাবাদের তারকা বোলার। তিনি শ্রীলঙ্কাকে শুরুতেই ধাক্কা দিয়েছেন। পাঁচ ওভার বল করে মাত্র ৮ রানে তুলেছেন একটি উইকেট। আনন্দবাজার অনলাইনের বিচারে তিনি ১০-এর মধ্যে পাচ্ছেন ৭।

১৪ ১৬

মহম্মদ সিরাজ ওয়াংখেড়েতে বল হাতে আগুন ঝরিয়েছেন। প্রথম দুই ওভারের মধ্যে পর পর তিনটি উইকেট নিয়ে ফেলেছেন তিনি। সিরাজের দৌলতেই শ্রীলঙ্কা মাত্র তিন রানে চার উইকেট হারায়। সিরাজ সাত ওভার বল করে ১৬ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। আনন্দবাজার অনলাইনের বিচারে তিনি ১০-এর মধ্যে পাচ্ছেন ৮।

১৫ ১৬

মহম্মদ শামি এ বারের বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর থেকেই আগুনে বোলিং করছেন। শ্রীলঙ্কা ম্যাচেও তিনি তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। পাঁচ ওভারে তিনি দিয়েছেন ১৮ রান। আনন্দবাজার অনলাইনের বিচারে তিনি ১০-এর মধ্যে পাচ্ছেন ১০। তিনিই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।

১৬ ১৬

কুলদীপ যাদব দু’ওভার বল করে তিন রান দিয়েছেন। তিনি উইকেট পাননি। আনন্দবাজার অনলাইনের বিচারে তিনি ১০-এর মধ্যে পাচ্ছেন ৫।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement