কলম্বিয়ার মেডিলাইন। দুই শিশুকে এক সঙ্গেই দুধ খাওয়াচ্ছেন মা।
শিশুর জন্মের পর প্রথম কয়েক মাস তার একমাত্র খাবার মায়ের বুকের দুধ। চিকিত্সকেরা এ নিয়ে বার বার সচেতন করেছেন। সে যুক্তিকে মনে রেখেই সম্প্রতি ফিলিপাইন এবং কলম্বিয়ায় পালিত হচ্ছে ‘ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক’। ১ অগস্ট থেকে শুরু হওয়া এই ক্যাম্পেন চলবে ৭ তারিখ পর্যন্ত। ফিলিপাইনের ক্লার্কস্টোনে ‘বিগ ল্যাচ অন’ উত্সব পালনে জড়ো হয়েছেন মায়েরা। খোলা পরিবেশে শিশুদের স্তন্যপান করাচ্ছেন তাঁরা। তবে অনেক মায়েরাই নিজেকে ‘মেনটেন’ করতে গিয়ে শিশুকে ব্রেস্টফিডিং করাতে চান না। এই শিবিরে মায়েদের এর উপকারিতা সম্পর্কেও ওয়াকিবহাল করা হবে। ছবি: এএফপি।