অভিনেত্রী হিসাবে তাঁকে আগেই চিনেছে বলিউড। এ বার লেখিকা হিসাবে আত্মপ্রকাশ ঘটল টুইঙ্কল খন্নার। ‘পেঙ্গুইন’ থেকে প্রকাশিত হল তাঁর প্রথম বই ‘মিসেস ফানিবোনস’। একজন আধুনিক ভারতীয় নারীর জীবনের নানা ওঠা পড়া নিয়ে এগিয়েছে গল্প। মঙ্গলবার জুহুতে তারই উদ্ধোধনে হাজির ছিলেন তারকারা। এক ঝলকে দেখে নিন সেই ছবি।— নিজস্ব চিত্র।