রথের রশিতে টান

‘রথযাত্রা, লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম।’ টান পড়েছে রথের রশিতে। সে কাল থেকে এ কাল রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের উৎসাহ এতটুকু কমেনি। এ বার পুরীতে জগন্নাথের নব কলেবর, তাই গোটা দেশের দৃষ্টি সে দিকেই।

Advertisement
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৫ ১২:০৯
Share:

‘রথযাত্রা, লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম।’ টান পড়েছে রথের রশিতে। সে কাল থেকে এ কাল রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের উৎসাহ এতটুকু কমেনি। এ বার পুরীতে জগন্নাথের নব কলেবর, তাই গোটা দেশের দৃষ্টি সে দিকেই। কলকাতা-সহ বাংলার বিভিন্ন জায়গায় রয়েছে রথযাত্রার সুপ্রাচীন ঐতিহ্য। তারই কিছু মুহূর্ত ধরা থাকল এই গ্যালারিতে। ছবি: এএফপি, গেটি ইমেজেস, রয়টার্স, পার্থ চক্রবর্তী। মায়াপুরের ইস্কনের রথযাত্রার ছবি সুদীপ ভট্টাচার্যের তোলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement