বিশ্বের যে ১০টি দেশে সেনাবাহিনী নেই!

এমনও হয়? ভারতে বসে এমন কথা চিন্তা করতেও রীতিমতো ভয়ে শিউরে উঠি আমরা। এ দেশে যেখানে সুরক্ষা দফতরের পিছনে ব্যয় হয় লক্ষ কোটি টাকা, সেখানে সেই সব দেশে কি না সেনাবাহিনীই বেমালুম উধাও! যেখানে দরকারই হয় না সেনাবাহিনী?

Advertisement
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৬ ১৮:৫৭
Share:

সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস: এই দেশের জনসংখ্যা ১ লাখ ৯০ হাজার। আর পুলিশ বাহিনীতে <br> রয়েছে ৯৪ জন তরুণ-তরুণী। তবে সেনাবাহিনীর গল্পই নেই এখানে।

এমনও হয়? ভারতে বসে এমন কথা চিন্তা করতেও রীতিমতো ভয়ে শিউরে উঠি আমরা। এ দেশে যেখানে সুরক্ষা দফতরের পিছনে ব্যয় হয় লক্ষ কোটি টাকা, সেখানে সেই সব দেশে কি না সেনাবাহিনীই বেমালুম উধাও! যেখানে দরকারই হয় না সেনাবাহিনী? যে সব দেশের সীমান্তে পড়ে থাকে না কোনও তরুণের রক্তাক্ত দেহ। বন্দুকধারীরা কাঁটাতাঁরের পাশ দিয়ে একে ৪৭ নিয়ে টহলদারি না করলেও দিব্যি শান্তির ঘুম ঘুমাতে যান বাসিন্দারা। কোন কোন সেই দেশ? গ্যালারিতে রইল এমনই কিছু শান্ত দেশের হদিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement