দিন দিন আমাদের চমকে দিচ্ছে প্লুটো। বরফ ঢাকা পাহাড়, নিস্তরঙ্গ উপত্যকা বা বহুভুজাকৃতি খাঁজ দেখা মিলেছে অনেক কিছুরই। এ বার সেই প্লুটোর মুকুটে যোগ হল আরও একটি পালক। দেখা মিলল অবিকল ঢেউ খেলানো বালিয়াড়ির মতো অনেকটা জমির। একটু খানি নয় কিন্তু, হদিশ পাওয়া গেল এক্কেবারে কিলোমিটার ব্যাপী দিগন্ত বিস্তৃত এরকম জমির। নাসার মহাকাশযান নিউ হরাইজন পেয়েছে সে হদিশ। পৃথিবী থেকে বর্তমানে ৫০০ কোটি কিলোমিটার দূরে আছে মহাকাশযানটি। প্লুটোর থেকে দুরত্ব তার মাত্র ৬ কোটি ৯০ লক্ষ কিমি। নিউ হরাইজোন থেকে তোলা প্লুটোর ছবিতে সাজল গ্যালারির পর্দা। সৌজন্যে নাসা।