Mohammed Shami

বিশ্বকাপ ফাইনালের সঙ্গে সঙ্গেই কি শামিকে নিয়ে দুই নারীর টানাপড়েন শেষ হবে?

পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের কারণেও তিনি নজরে। অনেকেই মনে করছেন, এই দু’টি বিষয়ের মধ্যে যোগ রয়েছে। বিশ্বকাপ ফাইনালের পর কি মিটবে এই টানাপোড়েন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১১:৫৭
Share:
০১ ২১

গোটা বিশ্বকাপে তাঁকে বসাবে ভেবেছিলেন দল। অথচ সেই তিনিই ৬টি ম্যাচ খেলে পকেটে পুরেছেন ২৩টি উইকেট। চলতি এক দিনের বিশ্বকাপে সকলের নজরে রয়েছেন মহম্মদ শামি। পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের কারণেও তিনি আকর্ষণের কেন্দ্রে। অনেকেই মনে করছেন, এই দু’টি বিষয়ের মধ্যে যোগ রয়েছে। বিশ্বকাপ ফাইনালের পর কি মিটবে এই টানাপোড়েন? উঠছে প্রশ্ন।

০২ ২১

এ বারের বিশ্বকাপে মহম্মদ শামি খেলেছেন ছ’টি ম্যাচ। নিয়েছেন ২৩টি উইকেট। তিন বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। তাঁর ফর্ম বিপক্ষের ব্যাটারদের চিন্তার কারণ হয়ে উঠেছে।

Advertisement
০৩ ২১

তবে এ হেন বোলার খেলারই সুযোগ পেতেন না, যদি না হার্দিক পাণ্ড্য চোট পেতেন। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এমনটাই জানিয়েছেন।

০৪ ২১

বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক নিজের ওভারেই বল আটকাতে গিয়ে পড়ে যান। তাঁর শরীরের পুরো ওজন গিয়ে পড়ে পায়ের উপর। সেই ম্যাচে আর বল করতে পারেননি হার্দিক। পরে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যান। তার পরেই প্রথম একাদশে জায়গা পান শামি।

০৫ ২১

তার পরেই মাঠে খেল দেখানো শুরু করে শামি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন। এর পর লখনউয়ের মাটিতে ইংল্যান্ডের ব্যাটারদের নাস্তানাবুদ করেছিলেন শামি। সে সময় তাঁর স্ত্রী হাসিন জাহানের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। শামির বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করছেন হাসিন।

০৬ ২১

লখনউয়ের মাঠে শামি যখন বিপক্ষ ইংল্যান্ডের ব্যাটারদের উড়িয়ে দিচ্ছেন, হাসিন তখন খেলা দেখছিলেন না। নিজেই সে কথা জানিয়েছিলেন আনন্দবাজার অনলাইনকে। জানিয়েছিলেন, দিল্লিতে বন্ধুদের সঙ্গে গল্প করছেন তিনি। শামির সঙ্গে সম্পর্ক থাকার সময়েও স্ত্রীকে মাঠে নিয়ে যেতেন না, সেই অভিযোগও করেছিলেন হাসিন।

০৭ ২১

পাশাপাশি হাসিন জানিয়েছিলেন, স্বামী ভাল খেললে তাঁর লাভ। হাসিন বলেন, “শামি যত ভাল খেলবে, যত টাকা আয় করবে, আমার তত ভাল। আদালত আমার এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।”

০৮ ২১

বিশ্বকাপ চলাকালীনই বিয়ের প্রস্তাব পান শামি। দেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত। সমাজমাধ্যমে একটি পোস্ট করে শামিকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন পায়েল। লিখেছেন, “শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।”

০৯ ২১

তবে ভারতীয় পেসার পায়েলের এই প্রস্তাবের কোনও উত্তর দেননি। এমনিতে তিনি সমাজমাধ্যমে খুব একটা সক্রিয় নন। দল জিতলে মাঝেমধ্যে পোস্ট করেন। মাঝেমধ্যে কোনও উৎসব উদ্‌যাপনের ছবিও দেন।

১০ ২১

পায়েলের এই পোস্টের পরেই অগ্নিশর্মা হয়ে ওঠেন হাসিন। তিনি এ-ও জানান, শামির বিষয়ে সমাজমাধ্যমে আগে পায়েল কী লিখেছিলেন, তা-ও দেখা উচিত। এর পরেই হাসিন হোয়াট্‌সঅ্যাপে আনন্দবাজার অনলাইনকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের একটি অ্যাকাউন্টের স্ক্রিনশট পাঠান। সেটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

১১ ২১

সেই স্ক্রিনশটে দেখা গিয়েছে, পায়েলের এক্স হ্যান্ডলের ছবিটিই রয়েছে। আরও দেখা যাচ্ছে, অতীতে শামি সম্পর্কে অভিনেত্রী পায়েল অনেক ‘কটু’ কথা বলেছেন। সেই পোস্টে শামি সম্পর্কে হাসিনের আনা অন্তত একটি অভিযোগের সমর্থনও রয়েছে। তিনি যে শামিকে বিয়ে করার কথা ভাবেন না, সেটিও ওই পোস্টে বলা হয়েছে। ওই সমস্ত পোস্টই পায়েলের বলে হাসিনের দাবি। তবে পায়েলের এক্স হ্যান্ডল খুঁজে সে সব পোস্ট মেলেনি।

১২ ২১

আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় পায়েলের সঙ্গে। তাঁকে দেখানো হয় হাসিনের পাঠানো স্ক্রিনশট। যা দেখে পায়েল জানান, এ ধরনের পোস্ট করেছেন বলে তাঁর মনে নেই। হাসিনের সঙ্গে তাঁর কখনও যোগাযোগ হয়নি বলেও জানান পায়েল। পাশাপাশি বলেন, ‘‘আমার ছবি রয়েছে ঠিকই। কিন্তু আমার টাইমলাইনে যে হেতু নেই, তাই এটা একেবারেই আমার পোস্ট নয়।’’

১৩ ২১

তিনি কি সত্যিই শামির প্রেমে পড়েছেন? এই প্রশ্নের জবাবে হাসিন বলেন, ‘‘বিষয়টা একেবারেই তেমন নয়। আসলে শামির খেলা দেখে এতটাই ভাল লেগে গিয়েছিল যে, উত্তেজনায় ওটা লিখে দিয়েছি।’’ তিনি এ-ও জানান, শামির ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর কোনও আগ্রহ নেই। খেলা দেখে মুগ্ধ হয়েই ও সব লিখেছিলেন।

১৪ ২১

এর পর অবশ্য পায়েলকে নিয়ে আর তেমন মুখ খোলেননি হাসিন। তবে শামিকে নিয়ে খুলেছেন। মুম্বইয়ের মাঠে সেমিফাইনালের দিন ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন শামিই। সাত উইকেট নিয়ে নিউ জ়িল্যান্ডকে দুরমুশ করেন।

১৫ ২১

হাসিন জানান, সেই খেলাও তিনি দেখেননি। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, “আমি ঘুরতে যাচ্ছি। ব্যাগ গোছাতে ব্যস্ত। খেলা দেখিনি। শামি কী করল, তা নিয়ে আমার কোনও উৎসাহ নেই। কে কাকে কোন ম্যাচে ফেরাল, তা জানি না।”

১৬ ২১

পায়েলের যদিও সেই খেলা দেখে ঘুম উড়ে গেছিল। সেমিফাইনালে শামি যখন একের পর এক উইকেট নিচ্ছেন, তখন সমাজমাধ্যমের পাতায় শামির জন্য চুমু ছুড়ে দেন অভিনেত্রী পায়েল। চুমুতেই থেমে থাকেননি অভিনেত্রী। তিনি নাকি সারা রাত দু’চোখের পাতা এক করতে পারেননি! তিনি নিজের এক্স হ্যান্ডলের পাতায় লেখেন, ‘‘শুভ সকাল… এখন আমি ঘুমোতে গেলাম।’’

১৭ ২১

এর দু’দিন পর হাসিনের গলায় শোনা যায় আক্ষেপ। তিনি জানান, ক্রিকেটার হিসাবে শামি যতটা ভাল, স্বামী বা বাবা হিসাবে নন। এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হাসিন বলেছেন, “যত ভাল ক্রিকেটার শামি, তত ভাল মানুষ হলে আমাদের জীবনটা অনেক ভাল হত। আমার মেয়ে, আমার স্বামী এবং আমি নিজে একটা সুন্দর জীবন কাটাতে পারতাম। তার জন্যে শামিকে একজন ভাল মানুষ হতে হত। ভাল ক্রিকেটার হওয়ার পাশাপাশি ভাল স্বামী এবং ভাল বাবা হলে আমরা সমাজে আরও বেশি সম্মান পেতাম।”

১৮ ২১

হাসিন এ-ও দাবি করেন, শামি টাকা দিয়ে নিজের খারাপ কাজ আড়াল করার চেষ্টা করছেন। সেমিফাইনালে ভাল খেলার পরেও যে স্বামীর প্রতি তাঁর নতুন কোনও অনুভূতি তৈরি হয়নি, তা-ও জানিয়েছেন। তিনি বলেন, “আমার আলাদা করে ওঁর প্রতি কোনও অনুভূতি তৈরি হয়নি। তবে ভারত সেমিফাইনাল জিতেছে এটা ভেবে ভাল লাগছে। প্রার্থনা করব যেন ফাইনালও জিততে পারে।”

১৯ ২১

পায়েল ঘোষের প্রসঙ্গে হাসিন বলেন, ‘‘খ্যাতনামীদের সঙ্গে এ রকম ব্যাপার হয়েই থাকে। এটা খুব স্বাভাবিক। আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।”

২০ ২১

শামির ছোটবেলার কোচ বদরুদ্দিন অবশ্য মনে করেন, ব্যক্তিগত জীবনে ঝামেলাই মানসিক ভাবে শামিকে আরও শক্তিশালী করেছে। তিনি একটি ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিয়ে বলেন, ‘‘দেখুন, এ ধরনের ঘটনা প্রত্যেকের জীবনেই আসে। যারা এটাকে সামলাতে পারে, তারাই অনেক দূরে যায়। সাধারণ কোনও মানুষের এটা সামলাতে দু’বছর লাগতে পারে। কিন্তু এক জন ক্রীড়াবিদ ছ’মাসের মধ্যে সামলে নিতে পারে। ব্যক্তিগত ঝামেলাই শামিকে আরও শক্তিশালী করেছে বলে আমার মত। আমি খুশি যে, এত ঝড় সামলেও ও ফিরে এসেছে।’’

২১ ২১

ভারতীয় ক্রিকেট দলের হাতে বিশ্বকাপ উঠবে কি না, তা অনেকটাই নির্ভর করছে শামির উপর। অনেকের আশঙ্কা, ব্যক্তিগত জীবনের প্রভাব পড়তে পারে তাঁর পারফরম্যান্সে। কেউ কেউ মনে করেন, সে সবকে হেলায় হারিয়ে দেবেন শামি। যেমন আগে করেছেন বার বার। আর এক বার বিশ্বকাপ হাতে উঠলে, তাঁর সাফল্যের সামনে আর টিকতে পারবে না বিতর্ক।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement