অশোক কুমার, দিলীপ কুমার, রাজেশ খন্না, অমিতাভ বচ্চন, রজনীকান্ত থেকে শুরু করে শাহরুখ খান, সলমন খান, আমির খান, প্রভাসের মতো নায়কেরা দর্শককে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। কিন্তু বক্স অফিস থেকে সর্বোচ্চ উপার্জন করে তালিকার শীর্ষে নাম লিখিয়েছেন অন্য এক বলি অভিনেতা।
বলিপাড়া সূত্রে খবর, বক্স অফিস থেকে বিশ্বব্যাপী ৮ হাজার কোটি টাকার ব্যবসা করেছেন অক্ষয় কুমার। শুধুমাত্র দেশের বাজার থেকেই ৬ হাজার কোটি টাকার ব্যবসা করেছেন অভিনেতা।
বক্স অফিসে ৮ হাজার কোটি টাকার ব্যবসা করলেও ২০২৩ সাল পর্যন্ত বক্স অফিস থেকে ৪৮৩৪ কোটি টাকা আয় করেছে অক্ষয়ের ছবি।
অক্ষয়ের নাম বক্স অফিসে সর্বোচ্চ ব্যবসা করা অভিনেতার তালিকার শীর্ষে দেখে বলিপাড়ার একাংশ অবাকও হয়েছেন। শাহরুখ, সলমন, আমির, রজনীকান্ত, প্রভাসদের টপকে তিনি কী ভাবে শীর্ষে পৌঁছলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
বক্স অফিস বিশেষজ্ঞদের দাবি, অক্ষয়ের একটি ছবিও বক্স অফিসে ৪০০ কোটি টাকার বেশি ব্যবসা করেনি। কিন্তু গত ১৫ বছরে অক্ষয় অন্যান্য অভিনেতার তুলনায় অনেক বেশি ছবিতে অভিনয় করেছেন।
বলিপাড়া সূত্রে খবর, গত ১৫ বছরে মোট ৫২টি ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অক্ষয়কে।
গত ১৫ বছরের ব্যবধানে সলমন অভিনয় করেছিলেন ২৫টি ছবিতে।
গত ১৫ বছরে শাহরুখের কেরিয়ারের ঝুলিতে যুক্ত হয়েছে মাত্র ১৫টি ছবি।
২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত আমির মোট ন’টি ছবিতে অভিনয় করেছেন।
আশি থেকে নব্বইয়ের দশকে দক্ষিণী ফিল্মজগতের পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন রজনীকান্ত। ২০০৮ সাল থেকে মাত্র ১০টি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা।
বক্স অফিসে ৮ হাজার কোটি টাকার ব্যবসা করে অক্ষয় অভিনেতাদের তালিকায় শীর্ষ স্থানের অধিকারী হলেও শাহরুখও খুব একটা পিছিয়ে নেই।
বক্স অফিস থেকে ৭ হাজার কোটি টাকার ব্যবসা করে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন শাহরুখ। চলতি বছরে মুক্তি পেতে চলেছে শাহরুখের আরও দু’টি ছবি ‘জওয়ান’ এবং ‘ডঙ্কী’। বক্স অফিস বিশেষজ্ঞদের অনুমান, এই ছবি দু’টি মুক্তির পর ব্যবসার ক্ষেত্রে অক্ষয়কে টপকে যেতে পারেন শাহরুখ।
শাহরুখের মতোই বক্স অফিসে ৭ হাজার কোটি টাকার সামান্য কম ব্যবসা করেছেন সলমন।
সলমনের পরেই তালিকায় রয়েছে আমিরের নাম। বক্স অফিস থেকে ৭ হাজার কোটি টাকার কম ব্যবসা করেছেন আমির।
অমিতাভ বচ্চন এবং অজয় দেবগন ৫ হাজার কোটি টাকার ব্যবসা করেছেন বক্স অফিস থেকে।
বক্স অফিস থেকে ৫ হাজার কোটি টাকার ব্যবসা করেছেন দক্ষিণী অভিনেতা রজনীকান্ত এবং কমল হাসনও।
বক্স অফিস থেকে ৪ হাজার কোটি টাকার ব্যবসা করেছেন হৃতিক রোশন।
হৃতিকের পাশাপাশি বক্স অফিস থেকে ৪ হাজার কোটি টাকার ব্যবসা করেছেন দক্ষিণী অভিনেতা প্রভাস এবং থলপতি বিজয়।