ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। যখনই জমকালো সাজগোজ করে আসতেন, তখনই ভেসে আসত সুর ‘ক-ম-লি-কা’। নেতিবাচক চরিত্রে অভিনয় করে টেলিভিশনের পর্দায় অন্যের জীবনের শান্তি ছিনিয়ে নেওয়ায় সিদ্ধহস্ত ছিলেন উর্বশী ঢোলকিয়া। কিন্তু বাস্তবে তাঁর জীবন ছিল একেবারেই বিপরীত, যন্ত্রণাদায়ক।
১৯৭৮ সালের জুলাই মাসে দিল্লিতে জন্ম উর্বশীর। বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর।
মাত্র ছ’বছর বয়সে খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ পান উর্বশী। সেই বিজ্ঞাপনে দক্ষিণী অভিনেত্রী রেবতীর সঙ্গে অভিনয় করেন তিনি।
শিশু অভিনেত্রী হিসাবে মাত্র ১১ বছর বয়সে দূরদর্শনে ‘শ্রীকান্ত’ নামের এক ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় হাতেখড়ি হয় উর্বশীর।
অভিনয় নিয়ে কেরিয়ার গড়বেন বলে স্থির করেন উর্বশী। বলি অভিনেতা রাজ বব্বরের স্ত্রী নাদিরা বব্বরের নাটকের দলে যুক্ত হন তিনি। পাশাপাশি ভরতনাট্যমেরও প্রশিক্ষণ নেন তিনি।
১৫ বছর বয়সে ‘দেখ ভাই দেখ’ নামের এক হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান উর্বশী। সেই ধারাবাহিকে অভিনয়ের সময় থেকেই এক ব্যক্তির প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন তিনি।
বাড়ির অমতে ১৬ বছর বয়সে বিয়ে করেন উর্বশী। কিন্তু বিয়ের পর তাঁর জীবন অন্ধকারে ঢেকে যায়। অভিনেত্রীর দাবি, বিয়ের পর তাঁর উপর যে মানসিক নির্যাতন চলত, তা কোনও ভাবেই মেনে নিতে পারতেন না তিনি।
বিয়ের এক বছরের মধ্যে মাত্র ১৭ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন উর্বশী। তবে সন্তান নিয়ে সংসারে অশান্তি সহ্য করতে পারছিলেন না। ১৮ বছর বয়সে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।
বিচ্ছেদের পর দুই পুত্রকে নিয়ে আলাদা হয়ে যান উর্বশী। যমজ সন্তানের দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যেতেন তিনি। স্কুলের পড়াশোনাও ছেড়ে দিতে হয়েছিল তাঁকে।
এক পুরনো সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছিলেন, অর্থাভাবেও দিন কেটেছিল তাঁর। তিনি বলেছিলেন, ‘‘তখন সন্তানদের পড়াশোনার জন্য ১৫০০ টাকাও ছিল না আমার কাছে। কী করব বুঝতে পারতাম না। ওই ভয়াবহ দিনের মধ্যেও নিজের জীবনীশক্তি হারাইনি।’’
২০০০ সাল থেকে একের পর এক হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে শুরু করেন উর্বশী। ‘ঘর এক মন্দির’, ‘মেহেন্দি তেরে নাম কি’, ‘কভি সওতন কভি সহেলি’, ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেন তিনি। ২০০১ সালেই তাঁর কেরিয়ার অন্য দিকে মোড় নেয়।
২০০১ সালে ছোট পর্দায় সম্প্রচার শুরু হয় ‘কসৌটি জ়িন্দেগি কে’ নামের একটি ধারাবাহিক। সেই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেন উর্বশী। চরিত্রটির নাম ছিল কমলিকা। তাঁর অভিনয় এতটাই জনপ্রিয়তা পায় যে, চরিত্রের নামেই পরিচিতি পেয়ে যান তিনি।
তার পর আরও হিন্দি ধারাবাহিকে অভিনয় করলেও উর্বশীর কেরিয়ারে মাইলফলক তৈরি করে ফেলেছিল কমলিকা। ধারাবাহিকের পাশাপাশি ‘কব তক চুপ রহুঙ্গি’, ‘বাবুল’ এবং ‘ইজ্জত’ নামের ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।
২০১২ সালে ‘বিগ বস্ ৬’-এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন উর্বশী। এই রিয়্যালিটি শোয়ে জয়ীও হন তিনি। প্রতিযোগিতায় জেতার পর বিনোদনের জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। শোনা যায়, সন্তানদের সময় দেবেন বলে ছুটি নিয়েছিলেন উর্বশী।
চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘পাওয়ার অফ পাঁচ’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে উর্বশীকে। শোনা যায়, অনুজ সচদেও নামের মডেল-অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন উর্বশী।
নাচের এক প্রতিযোগিতায় অনুজের সঙ্গে জুটি বেঁধে অংশগ্রহণও করতে দেখা যায় উর্বশীকে। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি।
টেলিপাড়া সূত্রে খবর, উর্বশীর বাবা মারা যাওয়ার পর অনুজের সঙ্গে আলাপ হয়েছিল নায়িকার। কয়েক বছর সম্পর্কেও ছিলেন তাঁরা। কিন্তু অনুজের মা-ই নাকি তাঁদের সম্পর্ক নিয়ে আপত্তি তুলেছিলেন।
টেলিপাড়ার একাংশের দাবি, অনুজের চেয়ে উর্বশী বয়সে বড়। তিনি বিবাহবিচ্ছিন্না এবং দুই সন্তানের মা বলে অনুজের মা তাঁকে পুত্রবধূ হিসাবে মানতে রাজি হননি। অনুজের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও তাঁরা একে অপরের বন্ধু রয়েছেন।
সমাজমাধ্যমে উর্বশীর অনুগামীর সংখ্যা চোখে পড়ার মতো। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় ১৩ লক্ষের বেশি অনুগামী রয়েছে তাঁর।