Tata Group

টাটাদের রাজত্বে রাজ করছেন দুই কন্যা, সংস্থার ভবিষ্যৎ কাদের হাতে?

টাটার পরের প্রজন্মের মধ্যে অন্যতম লিয়া টাটা। তিনি সম্পর্কে রতনের ভাইঝি। রতন টাটার ভাই নোয়েল টাটার জ্যেষ্ঠ কন্যা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৭
Share:
০১ ১৫
photo of Ratan Tata

ভারতীয় বণিক মহলে তাঁর উজ্জ্বল উপস্থিতি। তিনি রতন টাটা। কয়েক দশক ধরে বাণিজ্যের দুনিয়ায় নিজের আধিপত্য বজায় রেখেছেন এই শিল্পপতি। তবে শুধু তিনি নন, তাঁর পরের প্রজন্মও টাটা গোষ্ঠীর অগ্রগতির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত।

ছবি: সংগৃহীত।

০২ ১৫
photo of Leah Tata

টাটার পরের প্রজন্মের মধ্যে অন্যতম লিয়া টাটা। তিনি সম্পর্কে রতনের ভাইঝি। রতন টাটার ভাই নোয়েল টাটার জ্যেষ্ঠ কন্যা।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৩ ১৫
photo of Leah Tata

নোয়েল টাটা এবং আলো মিস্ত্রির কন্যা লিয়া। বাবা-মা দু’জনেই সফল ব্যবসায়ী। তাঁদের দেখানো পথেই হেঁটেছেন লিয়া।

ছবি: সংগৃহীত।

০৪ ১৫

সেই কারণে লিয়া পাড়ি দিয়েছিলেন স্পেনের বিজ়নেস স্কুলে। মাদ্রিদে আইই বিজ়নেস স্কুলে মার্কেটিং নিয়ে পড়াশোনা করেন তিনি।

—প্রতীকী চিত্র।

০৫ ১৫

বিজ়নেস স্কুলের পাঠ শেষে বিভিন্ন সংস্থায় কাজ শুরু করেন লিয়া। ২০১০ সালে বিখ্যাত ফ্যাশন সংস্থা লুই ভিতোঁয় তিন মাসের ইন্টার্নশিপ করেন রতন টাটার ভাইঝি।

ছবি: সংগৃহীত।

০৬ ১৫

তার পর গত ১০ বছরে ভারতের হোটেল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন দায়িত্ব সামলেছেন লিয়া। যদিও লুই ভিতোঁয় ইন্টার্নশিপের আগে ২০০৬ সালে কর্মজীবন শুরু করেছিলেন তিনি।

—প্রতীকী চিত্র।

০৭ ১৫

২০০৬ সালে তাজ হোটেলস রিসর্টস অ্যান্ড প্যালেসেসের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসাবে যোগ দেন লিয়া।

ছবি: সংগৃহীত।

০৮ ১৫

পরে টাটা গোষ্ঠীর সঙ্গেও যুক্ত হন তিনি। টাটা মেডিক্যাল সেন্টার ট্রাস্টের একজন ট্রাস্টি হন লিয়া।

ছবি: সংগৃহীত।

০৯ ১৫

লিয়ারা তিন ভাইবোন। তাঁর বোন মায়াও টাটাদের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। লিয়ার এক ভাই রয়েছেন। তাঁর নাম নেভিল টাটা।

ছবি: সংগৃহীত।

১০ ১৫

টাটা অপর্চুনেটিজ় ফান্ডে কাজ করতেন মায়া। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টাটা ডিজিটালের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

ছবি: সংগৃহীত।

১১ ১৫

অন্য দিকে, টাটা গোষ্ঠীর রিটেল সংস্থা ট্রেন্টে কাজ করেন নেভিল টাটা। অর্থাৎ, টাটা পরিবারের নতুন প্রজন্মও ব্যবসার সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত।

ছবি: সংগৃহীত।

১২ ১৫

দেশে টাটাদের সুনাম সর্বজনবিদিত। বিশেষ করে রতন টাটার সাফল্য যে কারও কাছেই অনুপ্রেরণা। তাঁর পরের প্রজন্মও সেই পথ ধরেই এগোচ্ছেন।

ছবি: সংগৃহীত।

১৩ ১৫

তবে টাটাদের পরের প্রজন্মের লিয়া, মায়া, নেভিলরা কখনওই প্রচারের আলোয় থাকেন না। বরাবরই প্রচারের আড়ালে থাকেন তাঁরা। খুব একটা প্রচারে নেই লিয়াও। নতুন প্রজন্মের হাত ধরেই এগোচ্ছে টাটা গোষ্ঠী।

ছবি: সংগৃহীত।

১৪ ১৫

ভাল কাজে অগ্রণী হওয়া বা বাকিদের দিশা দেখানোর ভূমিকা পালন করেছে টাটা গোষ্ঠী। গৎভাঙা সিদ্ধান্তের দীর্ঘ ইতিহাস রয়েছে। তার অনেকগুলির কৃতিত্ব আবার টাটার বর্তমান ‘চেয়ারম্যান এমিরেটাস’ রতন টাটার।

ছবি: সংগৃহীত।

১৫ ১৫

রতনের আমলে টাটা গোষ্ঠীর সাফল্যের তালিকা দীর্ঘ। ১৯৯১ সাল থেকে তিনি টাটা গোষ্ঠীর চেয়ারম্যন। তার পর থেকে যা ছুঁয়েছেন তা-ই ‘রতন’, টাটা গোষ্ঠীকে শিখরে পৌঁছে দিয়েছেন চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা। এ বার ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছেন তিনি।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement