Inspirational Story

সংসার চালাতে কাজ করেছেন হোটেলে, সিনেমা হলে! ছ’বার ব্যর্থ হয়ে আইএএস হন তরুণ

উত্তীর্ণদের তালিকায় দেশে ১৫৬ নম্বরে নাম ছিল কে জয়গণেশের। ২০০৮ সালে পরীক্ষায় পাশ করে ইন্টেলিজেন্ট ব্যুরো দফতরে কাজ শুরু করেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১২:৩৫
Share:
০১ ১৩

কলেজের পড়াশোনা শেষ করেও চাকরি জুটছিল না। কিন্তু চোখে ছিল হাজারো স্বপ্ন। কর্মহীন অবস্থা থেকে কী করে আইএএস-এর কঠিন পথে হাঁটলেন তরুণ?

০২ ১৩

২০০৮ সালে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে দেশে ১৫৬ র‌্যাঙ্ক করেন কে জয়গণেশ। ইনটেলিজেন্ট ব্যুরো দফতরে চাকরি পান তিনি। তবে সেই পথ ছিল চড়াই-উতরাইয়ে ভর্তি।

Advertisement
০৩ ১৩

শৈশবে গ্রামের স্কুলে পড়াশোনা করেছিলেন জয়গণেশ। তাঁর পরিবারের আর্থিক পরিস্থিতি খুব একটা সচল ছিল না।

০৪ ১৩

জয়গণেশের পড়াশোনা করার ইচ্ছা ছিল প্রবল। স্কুলের পড়া শেষ করে কলেজে ভর্তি হন তিনি।

০৫ ১৩

পলিটেকনিক কলেজ থেকে পাশ করে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন জয়গণেশ।

০৬ ১৩

দু’টি কলেজ থেকে দু’টি ডিগ্রি অর্জন করার পরেও চাকরি পাচ্ছিলেন না জয়গণেশ। কর্মহীন হয়ে বাড়িতে বসেছিলেন তিনি।

০৭ ১৩

সংসারের খরচ চালানোর জন্য শেষ পর্যন্ত হোটেলে খাবার পরিবেশন করে উপার্জন করা শুরু করেন জয়গণেশ।

০৮ ১৩

উপার্জনের জন্য সিনেমা হলেও কাজ করেছেন জয়গণেশ। কিন্তু তাঁর চোখে তখন অন্য স্বপ্ন। তাই চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি।

০৯ ১৩

পর পর ছ’বার ইউপিএসসি পরীক্ষায় বসেন জয়গণেশ। কিন্তু কোনও বারই পাশ করতে পারেননি।

১০ ১৩

বার বার ব্যর্থতার সম্মুখীন হওয়ার ফলে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন জয়গণেশ। সঠিক রাস্তায় হাঁটছেন কি না তা নিয়েও সন্দেহ জাগে তাঁর মনে।

১১ ১৩

কিন্তু শেষ বারের মতো মনের জোরে পরীক্ষায় বসেন জয়গণেশ। সপ্তম বার ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি।

১২ ১৩

সপ্তম বার ইউপিএসসি পরীক্ষা দিলেও পরীক্ষার ফলাফল নিয়ে বেশি আশা ছিল না জয়গণেশের। কিন্তু এই পরীক্ষার ফলাফল প্রকাশের পর অবাক হয়ে যান তিনি।

১৩ ১৩

ইউপিএসসি পরীক্ষায় শুধু পাশই করেননি জয়গণেশ। উত্তীর্ণদের তালিকায় ১৫৬ নম্বরে নাম ছিল তাঁর। ২০০৮ সালে পরীক্ষায় পাশ করে ইন্টেলিজেন্ট ব্যুরো দফতরে কাজ শুরু করেন তিনি।

সকল ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement