Priya Runchal

অভিনেতার সঙ্গে বিচ্ছেদের জল্পনা, জনের সঙ্গে বিপাশার সম্পর্ক ভাঙনের নেপথ্যেও নাকি প্রিয়া

২০১০ সালের ডিসেম্বর মাসে মুম্বইয়ের বান্দ্রার একটি জিমে জনের সঙ্গে প্রিয়ার প্রথম আলাপ হয়। কানাঘুষো শোনা যায়, সেই সময় বিপাশার সঙ্গে সম্পর্কে ছিলেন জন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩৩
Share:
০১ ১৫

চলতি বছরে ‘পাঠান’ ছবিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন বলি অভিনেতা জন আব্রাহম। শাহরুখ খানের চেয়ে অভিনয়ের দিক থেকে কোনও অংশে কম যাননি জন। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুম’ ছবির প্রায় দুই দশক পর আবার খলনায়কের চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতা বুঝিয়ে দিলেন জন। পেশাগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা করলেও অভিনেতার স্ত্রী প্রিয়া রুঞ্চল আলোর রোশনাইয়ের আ়়ড়ালেই থাকেন। এমনকি বিয়ের আগে জনের সঙ্গে প্রিয়ার নাম জড়ানোর সঙ্গে সঙ্গেই বলিপাড়ায় শুরু হয় বিতর্ক।

০২ ১৫

মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও ২০০৩ সালে হিন্দি ফিল্মজগতে আত্মপ্রকাশ করেন জন। বাঙালি অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। বেশ কয়েক বছর একত্রবাসের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুই তারকা। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, জন এবং বিপাশার বিচ্ছেদের নেপথ্যে ছিলেন প্রিয়া।

Advertisement
০৩ ১৫

১৯৮৭ সালের ১৮ জুলাই আমেরিকার লস অ্যাঞ্জেলেসে জন্ম প্রিয়ার। তাঁর বাবা ব্যবসার সঙ্গে যুক্ত। মা-ও কর্মরতা ছিলেন। বাবা-মায়ের সঙ্গে বিদেশেই থাকতেন প্রিয়া।

০৪ ১৫

আমেরিকার একটি স্কুলে পড়ার পর লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়ায় আইন নিয়ে ভর্তি হন প্রিয়া। সেখান থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পাশ করেন তিনি।

০৫ ১৫

এমবিএ পড়ার জন্য লন্ডনেও যান প্রিয়া। জনের সঙ্গে তাঁর নাম জড়ানোর সঙ্গে সঙ্গেই বিতর্কে জড়িয়ে পড়েন প্রিয়া।

০৬ ১৫

বলিপাড়ার একাংশের অনুমান, ২০১০ সালের ডিসেম্বর মাসে মুম্বইয়ের বান্দ্রার একটি জিমে জনের সঙ্গে প্রিয়ার প্রথম আলাপ হয়। কানাঘুষো শোনা যায়, সেই সময় বিপাশার সঙ্গেও সম্পর্কে ছিলেন জন। একাংশের দাবি, প্রিয়ার জন্যই জন এবং বিপাশার বিচ্ছেদ হয়।

০৭ ১৫

বিপাশার সঙ্গে সম্পর্কে ইতি টানার পর বিভিন্ন জায়গায় জনের সঙ্গে প্রিয়াকে দেখা যায়। জন-বিপাশার সম্পর্কে ভাঙন ধরাতে প্রিয়াই যে তৃতীয় ব্যক্তির চরিত্রে ছিলেন, তা নিয়ে আলোচনা হতে থাকে বলিপাড়ায়।

০৮ ১৫

পরে অবশ্য জন তাঁর সঙ্গে প্রিয়ার সম্পর্ক নিয়ে মুখ খোলেন। এক পুরনো সাক্ষাৎকারে জন জানিয়েছিলেন, ২০১১ সালে প্রিয়ার সঙ্গে আলাপ হয় তাঁর। প্রথমে দু’জনের মধ্যে বন্ধুত্ব থাকলেও পরে তা প্রেমে গড়ায়। প্রিয়ার সঙ্গে আলাপের বহু আগেই বিপাশার সঙ্গে জনের সম্পর্ক শেষ হয়ে যায় বলে দাবি করেন অভিনেতা।

০৯ ১৫

তিন বছর সম্পর্কে থাকার পর জনের সঙ্গে ২০১৪ সালে লস অ্যাঞ্জেলেসে গাঁটছড়া বাঁধেন প্রিয়া। নিকটাত্মীয় এবং কাছের বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন তাঁরা।

১০ ১৫

বিয়ের এত বছর পরেও আলোর রোশনাই থেকে নিজেকে দূরে রাখেন প্রিয়া। এ প্রসঙ্গে জন বলেন, ‘‘ও নিজের জীবনের সব কিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করে। নিজের পেশা নিয়েও বেশি মাতামাতি করতে চায় না। আমারও এ রকম ভাবে থাকতেই ভাল লাগে।’’

১১ ১৫

বর্তমানে মুম্বইয়ে ব্যাঙ্কার হিসাবে কাজ করেন প্রিয়া। জন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গুয়াহাটিতে তাঁর যে ফুটবল দল রয়েছে, তার দায়িত্বও সামলান প্রিয়া। জনের মতে, ‘‘ফুটবল দলের দায়িত্ব সামলানো মানে দু’টি বড়সড় প্রযোজনা সংস্থা সামলানো।’’

১২ ১৫

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, জন এবং প্রিয়ার সংসারে চিড় ধরেছে। এমনকি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও নিতে পারেন তাঁরা। বলি অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে বলিপাড়ায় চর্চা শুরু হলে অবশেষে মুখ খোলেন জন।

১৩ ১৫

বলিপাড়ার একাংশের দাবি, বিয়ের পর চাকরিসূত্রে আমেরিকায় চলে যান প্রিয়া। নিজের কেরিয়ার নিয়ে মুম্বইয়ে ব্যস্ত হয়ে পড়েন জন। দূরত্বের কারণে জন এবং প্রিয়ার সম্পর্ক খারাপ হয়েছে বলে অনুমান করেন অনেকে।

১৪ ১৫

জন এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমার সঙ্গে প্রিয়ার সম্পর্ক একদম ঠিকঠাক রয়েছে। বিচ্ছেদের বিষয়টি পুরোটাই রটনা। আমি এই নিয়ে আলোচনা করতেই চাই না। যে যা খুশি বলুক। সবই মিথ্যা।’’

১৫ ১৫

শরীরচর্চার প্রতি আগ্রহ রয়েছে প্রিয়ার। সমাজমাধ্যমে মাঝেমধ্যেই শরীরচর্চার ছবি এবং ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় তাঁকে।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement