World Cup 2023 Final

শামির খেলা দেখে পাগল, বিশ্বকাপে ভারতের হয়ে গলা ফাটাচ্ছেন বিরাট-ভক্ত এই আফগান সুন্দরী

আফগানিস্তান নিজের দেশ হলেও ক্রিকেট দুনিয়ায় বরাবরই ওয়াজমা ভারতের ভক্ত। সেই উদাহরণ গত এশিয়া কাপের সময়ও দেখা গিয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ০৯:৩৯
Share:
০১ ১৫
photo of Wazhma Ayoubi

তিনি বিদেশিনী। তবে ক্রিকেটের আঙিনায় ভারত-ভক্ত বলেই পরিচিত। বাইশ গজের দুনিয়ায় বরাবরই টিম ইন্ডিয়ার ‘জাবড়া ফ্যান’ তিনি। রবিবার বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনায় উঠে এসেছেন এই আফগান সুন্দরীও। তাঁর নাম ওয়াজমা আয়ুবি।

ছবি:সংগৃহীত।

০২ ১৫
photo of world cup final 2023

আর কিছু ক্ষণেই শুরু হবে ক্রিকেটের মহারণ। তিন বার বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে কাপ হাতে তুলতে মরিয়া রোহিত ব্রিগেড।

ছবি:সংগৃহীত।

Advertisement
০৩ ১৫
photo of world cup final 2023

ইতিমধ্যেই সেজে উঠেছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আমদাবাদে ভিড় জমিয়েছেন বহু ক্রিকেট অনুরাগীই। হোটেলে তিলধারণের জায়গা নেই। চারদিকে উচ্ছ্বাস, উদ্দীপনার ঢেউ।

ছবি:সংগৃহীত।

০৪ ১৫

ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ঠিক ২০ বছর আগে অজিদের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল সৌরভ বাহিনীর। সেই বদলা নিতে মুখিয়ে রয়েছেন রোহিত-বিরাটরা।

ছবি:সংগৃহীত।

০৫ ১৫

এমন মহাযুদ্ধকে ঘিরে উত্তেজনায় ফুটছেন বহু ক্রিকেট ভক্তই। তাঁদের মধ্যেই অন্যতম এই আফগান তরুণী।

ছবি:সংগৃহীত।

০৬ ১৫

আফগানিস্তান নিজের দেশ হলেও ক্রিকেট দুনিয়ায় বরাবরই ওয়াজমা ভারতের ভক্ত। সেই উদাহরণ গত এশিয়া কাপের সময়ও দেখা গিয়েছিল।

ছবি:সংগৃহীত।

০৭ ১৫

বিরাট কোহলির অন্ধ ভক্ত এই আফগান সুন্দরী। এশিয়া কাপের ফাইনালে বিরাটের জার্সি পরে গ্যালারিতে গলা ফাটিয়েছিলেন ওয়াজমা।

ছবি:সংগৃহীত।

০৮ ১৫

যে জার্সিটি পরেন ওয়াজমা, সেটি গত বছর এশিয়া কাপে পরেছিলেন স্বয়ং বিরাট। জার্সিতে বিরাটের সইও রয়েছে।

ছবি:সংগৃহীত।

০৯ ১৫

১৮ নম্বর জার্সিতে শুভেচ্ছা জানিয়ে বিরাটের সই রয়েছে। তাতে লেখা রয়েছে, ‘বেস্ট উইশেস’। কোহলির সই করা সেই নীল জার্সি পরেছিলেন ওয়াজমা। বিশ্বকাপের ঠিক এক দিন আগে বিরাটের এই জার্সিতে বাজার ছেয়ে গিয়েছে।

ছবি:সংগৃহীত।

১০ ১৫

এ বার বিশ্বকাপের মতো মহাযজ্ঞেও রোহিত-বিরাটদের জন্য গলা ফাটাতে তৈরি এই আফগান সুন্দরী। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) টিম ইন্ডিয়াকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি।

ছবি:সংগৃহীত।

১১ ১৫

মুম্বইয়ে সেমিফাইনালে ভারতের জোরে বোলার মহম্মদ শামির সাত উইকেট শিকারে মুগ্ধ হয়ে গিয়েছেন ওয়াজমা। এ জন্য শামিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

ছবি:সংগৃহীত।

১২ ১৫

শামির উদ্দেশে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ওয়াজমা লিখেছেন, ‘‘ওহ মাই গড! সাত উইকেট! কী অসাধারণ ক্রিকেটার।’’

ছবি:সংগৃহীত।

১৩ ১৫

ক্রিকেট ভক্ত এই আফগান সুন্দরী পেশায় ব্যবসায়ী। থাকেন দুবাইয়ে। তবে টিম ইন্ডিয়ার অনুরাগী হয়েই প্রচারের আলোয় আলোকিত হয়েছেন ওয়াজমা।

ছবি:সংগৃহীত।

১৪ ১৫

টিম ইন্ডিয়ার জার্সি পরে তাঁরা নানা অবতারের ছবি ছেয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্টে এমন অজস্র ছবি রয়েছে ওয়াজমার।

ছবি:সংগৃহীত।

১৫ ১৫

বাকি সকল ক্রিকেট ভক্তের মতোই টিম ইন্ডিয়াকে নিয়ে উত্তেজনায় ফুটছেন ওয়াজমাও। সকলের মতো তাঁরও প্রার্থনা, যেন রোহিতদের হাতেই ওঠে বিশ্বকাপ।

ছবি:সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement