রজনীকান্ত, কমল হাসন থেকে শুরু করে প্রভাস, অল্লু অর্জুন— চলতি বছরে একের পর এক ছবি মুক্তি পেতে চলেছে দক্ষিণী অভিনেতাদের। মুক্তি পাওয়ার আগেই ছবি বিশেষজ্ঞদের ধারণা নতুন বছরে একাধিক দক্ষিণী ছবি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করবে।
নাগ অশ্বিনের পরিচালনায় চলতি বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কলকি ২৮৯৮ এডি’র। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে কমল হাসন এবং প্রভাসের মতো খ্যাতনামী দক্ষিণী অভিনেতাকে। সঙ্গে থাকছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানির মতো বলি তারকারা।
২০২১ সালে সুকুমারের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘পুষ্পা’ ছবির প্রথম পর্ব। অল্লু অর্জুন, রশ্মিকা মন্দনার পাশাপাশি এই ছবিতে নজর কেড়েছিল ফাহাদ ফাসিলের অভিনয়।
‘পুষ্পা’ ছবির দ্বিতীয় পর্ব কবে মুক্তি পাবে সেই অপেক্ষায় দিন গুনছিলেন দর্শক। সেই অপেক্ষা শেষ হতে চলেছে চলতি বছরেই।
দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীর ভাই পবন কল্যাণ। দক্ষিণী ফিল্মজগতের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। চলতি বছরে ‘ওজি’ নামে একটি তেলুগু ছবি মুক্তি পাওয়ার কথা পবনের।
কানাঘুষো শোনা যায়, অ্যাকশন ঘরানার ছবি ‘ওজি’তে অভিনয় করতে দেখা যেতে পারে বলি অভিনেতা ইমরান হাশমিকে। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজিত।
২০২২ সালে ‘আরআরআর’-এর মতো হিট ছবি দর্শককে উপহার দিয়েছিলেন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর। অস্কারের খাতাতেও নাম লিখিয়েছে তাঁর ছবি। চলতি বছরে ‘দেবারা’ নামে একটি তেলুগু ছবিতে অভিনয় করতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হম’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল রজনীকান্তকে। তিন দশক পর আবার একসঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন দুই অভিনেতা।
চলতি বছরে মুক্তি পাওয়ার কথা ‘ভেত্তাইয়া’ নামের একটি তামিল ছবির। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন টিজে জ্ঞানাভেল। ২০২১ সালে ‘জয় ভীম’ ছবির পরিচালনা করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
রজনীকান্ত এবং অমিতাভ ছাড়াও ‘ভেত্তাইয়া’ ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে ফাহাদ ফাসিল এবং রানা দগ্গুবতীর মতো দক্ষিণী তারকাকে।
দক্ষিণী পরিচালক এস শঙ্করের পরিচালনায় চলতি বছরে মু্ক্তি পাওয়ার কথা ‘ইন্ডিয়ান ২’ নামের একটি তামিল ছবির। এই ছবিতে কমল হাসানের পাশাপাশি অভিনয় করবেন নয়নতারা এবং কাজল আগরওয়াল। এই ছবিতে দ্বৈতচরিত্রে অভিনয় করতে দেখা যাবে কমলকে।
চলতি বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সূর্য অভিনীত ‘কাঙ্গুভা’ নামের একটি তামিল ছবি। সূর্যের পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে ববি দেওল এবং দিশা পাটানির মতো বলি তারকাকে।
২০২২ সালে ঋষভ শেট্টির পরিচালনায় মুক্তি পায় ‘কান্তারা’ ছবির প্রথম পর্ব। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছিলেন ঋষভ। ছবিমুক্তির পর দর্শকের ভূয়সী প্রশংসা কুড়োয় ‘কান্তারা’। চলতি বছরে এই ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা। এই ছবিতেও অভিনয় করতে দেখা যাবে ঋষভকে।
কেরলের প্রাচীন ইতিহাসের উপর ভিত্তি করে চলতি বছরে মুক্তি পেতে চলেছে হরর থ্রিলার ঘরানার মালয়ালম ছবি ‘ব্রমযুগম’। এই ছবিতে অভিনয় করতে দেখা যায় দক্ষিণের জনপ্রিয় তারকা মামুতিকে।
২০০৩ সালে ‘ভাসিগেরা’ নামে একটি রোম্যান্টিক ছবিতে অভিনয় করেছিলেন দক্ষিণী তারকা বিজয় এবং স্নেহা। দুই দশক পর ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ নামের একটি তামিল ছবিতে আবার দেখা যাবে তাঁদের। চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা বিজয়ের এই ছবির।