প্রায় তিন দশক পর বড় মাপের কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছে পাকিস্তান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছে পাকিস্তানে। প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট শুরু করতে হয় বাবরদের।
রবিবার দুবাইয়ে চলছে ভারত-পাকিস্তান ম্যাচ। হাইভোল্টেজ সেই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান।
এই আবহে আলোচনায় এসেছে পাক ক্রিকেটারদের সম্পত্তির পরিমাণ। কত কোটির সম্পত্তির মালিক পাকিস্তানের পরিচিত ক্রিকেটারেরা? প্রথম দশে রয়েছেন কারা? তালিকার কত নম্বরে রয়েছেন বাবার আজ়ম?
ধনী পাক ক্রিকেটারদের তালিকার একেবারে উপরে রয়েছেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী অধিনায়কের সস্পত্তির পরিমাণ প্রায় ৪৩৩ কোটি টাকা। বর্তমানে জেলবন্দি রয়েছেন ইমরান।
তালিকার দু’নম্বরে রয়েছেন শাহিদ আফ্রিদি। বিশ্বের প্রায় সব নামী লিগে খেলা এই পাক অলরাউন্ডারের সম্পত্তির পরিমাণ প্রায় ৩৯০ কোটি টাকা।
ধনী পাক ক্রিকেটারদের তালিকার তিন নম্বরে নাম রয়েছে আর এক অলরাউন্ডার শোয়েব মালিকের। সানিয়া মির্জ়ার প্রাক্তন স্বামীর সম্পত্তির পরিমাণ প্রায় ২১১ কোটি টাকা।
চার নম্বরে রয়েছেন আরও এক অলরাউন্ডার। তিনি মহম্মদ হাফিজ়। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৯৯ কোটি টাকা।
প্রথম চারটি নাম অলরাউন্ডারদের হলেও পাঁচ নম্বরে রয়েছে এক জন বোলার। তিনি শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৭৩ কোটি টাকা।
ছ’নম্বরে রয়েছেন এক জন ব্যাটসম্যান। তিনি আজ়হার আলি। ডানহাতি ব্যাটারের রয়েছে ঈর্ষণীয় রেকর্ড। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের সম্পত্তির পরিমাণ প্রায় ১৩০ কোটি টাকা।
পাকিস্তানের প্রাক্তন বাঁহাতি ওপেনার সইদ আনোয়ার রয়েছেন এই তালিকার সাত নম্বরে। তাঁর সম্পত্তির পরিমাণ ১০০ কোটিরও বেশি।
আট নম্বরে রয়েছে পাকিস্তানের আর এক প্রক্তন অধিনায়ক। তিনি মিসবা-উল-হক। ডানহাতি ব্যাটারের সম্পত্তির পরিমাণ প্রায় ৮১ কোটি টাকা।
ন’নম্বরে রয়েছেন ফাওয়াদ আলম। বাঁহাতি অলরাউন্ডারের সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।
১০ এবং ১১ নম্বরে রয়েছে বর্তমান পাক দলের দুই সদস্য। ১০ নম্বরে রয়েছেন বাবার আজ়ম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা।
১১ নম্বরে রয়েছেন বর্তমান পাক দলের অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ান। বাবর এবং তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় একই। রিজ়ওয়ানের সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।