Kim Sae Ron

বার বার বিতর্কে জড়ান, ক্ষতিপূরণ দিতে ক্যাফেতে কাজ করেছিলেন! নায়িকার মৃত্যুও হল রহস্যজনক ভাবে

১৬ ফেব্রুয়ারি বিকেল নাগাদ অভিনেত্রীর পূর্ব সোলের সিওংসু-ডংয়ের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বন্ধু প্রথমে এই খবরটি জানতে পারেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৯
Share:
০১ ১৫
Kim Sae Ron

মাত্র ২৪ বছর বয়সে রহস্যমৃত্যু হল কোরীয় অভিনেত্রী কিম সে রনের। ‘ব্লাডহাউন্ডস’ এবং ‘দ্য ম্যান ফ্রম নো হোয়ার’ ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন দক্ষিণ কোরিয়ার এই অভিনেত্রী। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

০২ ১৫
Kim Sae Ron

রবিবার ১৬ ফেব্রুয়ারি বিকেল নাগাদ অভিনেত্রীর পূর্ব সোলের সিওংসু-ডংয়ের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বন্ধু প্রথমে এই খবরটি জানতে পারেন। অভিনেত্রীর কোনও সাড়া না পেয়ে তিনি পুলিশে খবর দেন। বিকেল ৫টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কিমের মৃতদেহ উদ্ধার করে।

Advertisement
০৩ ১৫
Kim Sae Ron

তাঁর আকস্মিক মৃত্যু নিয়ে তদন্ত চললেও কোরীয় পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অস্বাভাবিক কারণ উল্লেখ করা হয়নি। পুলিশের এক আধিকারিকের দাবি, কিমের ঘরে কোনও অনুপ্রবেশ বা অস্বাভাবিক কিছু লক্ষ করেননি তাঁরা।

০৪ ১৫

কিমের সেই বন্ধু জানিয়েছেন, সেই দিন বিকেলে কিমের সঙ্গে তাঁর দেখা করার পরিকল্পনা ছিল। নির্দিষ্ট সময়ে কিম এসে না পৌঁছোনোয় সেই বন্ধু তাঁকে বেশ কয়েক বার ফোন করেন। ফোনে সাড়া না পেয়ে তাঁর সন্দেহ হয়। এই বন্ধুই পুলিশে খবর দেন। সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। তবে এখনও মৃত্যুর আসল কারণ জানা যায়নি।

০৫ ১৫

মাত্র ন’বছর বয়সে শিশুশিল্পী হিসাবে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন কিম। ২০০৯ সালে ফরাসি-কোরীয় চলচ্চিত্র নির্মাতা ওউনি লেকোমটে পরিচালিত এবং তাঁর জীবনের উপর ভিত্তি করে নির্মিত ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ ছবিতে প্রথম বার অভিনয় করেন তিনি। সেই ছবিতে কিমের চরিত্র ছিল এক অনাথ শিশুর।

০৬ ১৫

তার পরের বছরই আরও একটি সিনেমা মুক্তি পায় তরুণী অভিনেত্রীর। ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ নামের ছবিতে তাঁর হৃদয়গ্রাহী অভিনয় সকলের মন ছুঁয়ে যায়। এই ছবিটি সেই বছর দক্ষিণ কোরিয়ায় বক্স অফিসেও দুর্দান্ত সফল হয়। সে বছর অন্যান্য সিনেমাকে পিছনে ফেলে সবচেয়ে বেশি আয় করেছিল এই সিনেমাটি।

০৭ ১৫

‘আ গার্ল অ্যাট মাই ডোর’, ‘ক্যান ইউ হিয়ার মাই হার্ট’, ‘দ্য কুইন্‌স ক্লাসরুম’, ‘হাই স্কুল লভ অন’-এর মতো ছবিতে অভিনয়ের জন্যও তিনি খ্যাতি অর্জন করেন। এর পর তাঁকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। ২০১৬ সালে তিনি ‘সিক্রেট হিলার’ ফিল্মে প্রথম প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করেন এবং ‘ওয়াইজি এন্টারটেইনমেন্ট’ নামের একটি বিনোদন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন।

০৮ ১৫

২০১৯ সালের নভেম্বরে ওয়াইজি এন্টারটেইনমেন্টের সঙ্গে কিমের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় এবং তিনি সংস্থাটি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। ২০২০ সালের জানুয়ারিতে কিম, অভিনেতা কিম সু-হিউন এবং সিও ইয়ে-জি চুক্তিবদ্ধ হন গোল্ড মেডেলিস্টের সঙ্গে।

০৯ ১৫

খ্যাতির সঙ্গে সঙ্গে বিতর্কেও জড়িয়েছিলেন এই সুন্দরী অভিনেত্রী। ২০২২ সালের মে মাসে মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য একটি মামলায় জড়িয়ে পড়েন কিম। মদ খেয়ে গাড়ি চালিয়ে তিনি একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে ধাক্কা মেরেছিলেন। এর ফলে আশপাশের অঞ্চলে বিদ্যুৎবিভ্রাট ঘটে।

১০ ১৫

পরীক্ষার পর তাঁর রক্তে ০.২ শতাংশ অ্যালকোহল পাওয়া যায়। এর ফলে তাঁর ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হয়েছিল। কিম পরে তাঁর সংস্থার মাধ্যমে জনসাধারণের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং একটি চিঠিও লিখেছিলেন তাঁর অনুগামীদের উদ্দেশে। সেখানে তিনি ঘটনার ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান।

১১ ১৫

সেই জরিমানা ও ক্ষতিপূরণের টাকা জোগাড় করতে গিয়ে কিমকে আর্থিক সমস্যায় পড়তে হয়। সে কারণে তিনি আংশিক সময়ের জন্য একটি ক্যাফেতে কাজ করেছিলেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই খবরে সিলমোহর দেয় কিমের সংস্থা গোল্ড মেডেলিস্টও।

১২ ১৫

২০২৪ সালের ২৪ মার্চ কিম তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতা কিম সু-হিউনের সঙ্গে একটি সেলফি পোস্ট করে বিতর্কের জন্ম দেন। দ্রুত দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়ে নানা চর্চা শুরু হয়ে যায় সমাজমাধ্যম জুড়ে। মাত্র তিন মিনিটের মধ্যে সেই পোস্ট মুছে দিতে জল্পনা আরও বেড়ে যায় তাঁর অনুগামীদের মধ্যে।

১৩ ১৫

জল্পনা তীব্র হওয়ায় বাধ্য হয়ে আসরে নামে কিম সু-হিউনের সংস্থা গোল্ড মেডেলিস্ট। তারা এই দুই কোরীয় তারকার ডেটিংয়ের গুঞ্জন অস্বীকার করে। সংস্থা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, ছবিটি তোলা হয়েছিল যখন দু’জনেই একই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। এটি পোস্ট করার নেপথ্যে কিমের উদ্দেশ্য স্পষ্ট নয় বলেই জানায় তারা।

১৪ ১৫

এই সমস্ত বিতর্ক কিমের কাজের জগতেও প্রভাব ফেলেছিল। তাঁকে শেষ বার নেটফ্লিক্সের সিরিজ় ‘ব্লাডহাউন্ডস’-এ দেখা গিয়েছিল। গাড়ি দুর্ঘটনার পর তাঁকে এই সিরিজে দ্বিতীয় বার ফিরিয়ে আনার বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে সংবাদমাধ্যমগুলিতে বলা হয়।

১৫ ১৫

২০২৪ সালের এপ্রিলে থিয়েটারের মাধ্যমে নতুন করে প্রচারে ফেরার চেষ্টা করেছিলেন কিম। পরে স্বাস্থ্যের সমস্যার কারণে তা প্রত্যাহার করে নেন নিজেই। গত বছরের শেষের দিকে নভেম্বরে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে, তিনি ‘গিটার ম্যান’ নামে একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু তার পর সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement