বিকেলে রেড রোডে পুজোর কার্নিভাল, কোন রাস্তা বন্ধ, কোন পথে পৌঁছবেন অনুষ্ঠানে

শনিবার রেড রোডে দুর্গাপুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ নিয়ে বিশেষ নির্দেশিকা দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১৪:৩৫
Share:
০১ ১৭

কৈলাসে ফিরে গিয়েছেন উমা। আবার বছরভর অপেক্ষা করার পালা। তবে বিসর্জনের পরও পুজোর আনন্দে মাতোয়ারা কলকাতা। করোনা অতিমারি পর্ব কাটিয়ে দু’বছর পর আবার পুজো কার্নিভালে সেজে উঠবে রেড রোড। যার জেরে শনিবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকবে। কোন রাস্তা এড়িয়ে চলবেন? কার্নিভাল দেখতে গেলে কোন পথ বাছবেন? তারই হালহকিকত রইল এখানে।

০২ ১৭

শনিবার রেড রোডে দুর্গাপুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ নিয়ে বিশেষ নির্দেশিকা দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

Advertisement
০৩ ১৭

শুক্রবার রাত ১২টা (তারিখ অনুযায়ী শনিবার) থেকে বন্ধ করে দেওয়া হবে রেড রোড। শনিবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। তার পর দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।

০৪ ১৭

শনিবার দুপুর ২টো থেকে বন্ধ থাকবে লাভার্স লেন।

০৫ ১৭

কার্নিভালের জন্য শনিবার দুপুর ২টো থেকে বন্ধ করে দেওয়া হবে ক্যুইন্সওয়ে।

০৬ ১৭

শনিবার দুপুর ২টো থেকে বন্ধ করা হবে পলাশি গেট রোড।

০৭ ১৭

ওই সময় থেকে বন্ধ থাকবে ধর্মতলা (র‌্যাম্প)।

০৮ ১৭

শনিবার দুপুর ১২টা থেকে এজেসি বোস রোড ধরে এক্সাইড মোড় থেকে হেস্টিংস মোড়, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত পণ্য বহনকারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

০৯ ১৭

শনিবার দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ হওয়া পর্যন্ত হেস্টিংস মোড় থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ রাখা হবে। তবে এই রাস্তায় কার্নিভালের গাড়িকে যেতে দেওয়া হবে।

১০ ১৭

জওহরলাল নেহরু রোড থেকে পশ্চিমমুখী মেয়ো রোডে শুধু মাত্র কার্নিভালের গাড়িকে ছাড় দেওয়া হবে।

১১ ১৭

রেড রোডে কার্নিভাল দেখতে গেলে যদি পায়ে হেঁটে এগোতে চান, তা হলে এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউটট্রাম রোড, মেয়ো রোড ধরে যেতে পারেন।

১২ ১৭

যাঁরা ট্রাম, বাস বা মেট্রো করে কার্নিভাল দেখতে যাবেন, তাঁরা ধর্মতলা বা পার্ক স্ট্রিটে নামতে পারেন। সেখান থেকে হাঁটা পথে রেড রোডে অনুষ্ঠানস্থলে পৌঁছতে পারবেন।

১৩ ১৭

কার্নিভালের জন্য শহরের একাধিক জায়গায় গাড়ি রাখা যাবে না। কোথায় কোথায় পার্কিং করা যাবে না, জেনে নিন।

১৪ ১৭

শনিবার দুপুর ১২টা থেকে রানি রাসমণি অ্যাভিনিউ এবং ধর্মতলার মধ্যে সরকারি জায়গায় গাড়ি রাখা যাবে না।

১৫ ১৭

পার্কিং বন্ধ থাকবে চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোডে, ক্যুইন্সওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোডে।

১৬ ১৭

গাড়ি রাখা যাবে না হেয়ার স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট এবং আর এন মুখার্জি রোডে।

১৭ ১৭

পার্কিং বন্ধ থাকবে ওল্ড কোর্ট হাউস স্ট্রিটেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement