ঝলমলে আকাশের কোলে কাঞ্চনজঙ্ঘা।
ঘড়ির কাঁটা তখনও পাঁচটা ছোঁয়নি। অন্ধকারও কাটেনি তেমন ভাবে। তবে সেই খানিক ফিকে হওয়া ভোররাতেও স্পষ্ট বোঝা যাচ্ছে ‘ঘুমন্ত বুদ্ধ’কে। কাঞ্চনজঙ্ঘা নামেই যাকে চেনে গোটা দুনিয়া। পাঁচটা নাগাদ প্রথম রঙ লাগল বরফঢাকা শৃঙ্গে। তারপর ক্ষণে ক্ষণে রঙের বদল। প্রায় এক ঘণ্টা চলল সেই খেলা। চোখে না দেখলে যা অনুভব করা অসম্ভব। পশ্চিম সিকিমের পেলিং থেকে তারই কিছু মুহূর্ত তুলে ধরলেন দেবরাজ ঘোষ।