Janhvi Kapoor-Sara Tendulkar

প্রেমিকের সঙ্গে উদ্দাম পার্টি, জাহ্নবীর রোষের মুখে সচিন-কন্যা! কী করলেন তিনি?

দিন কয়েকের মধ্যেই প্রেমিককে নিয়ে তিরুপতি মন্দিরের যান আশীর্বাদ নিতে। তবে মুম্বই ফিরতেই নাকি শিখর-জাহ্নবীর মাঝে তৃতীয় ব্যক্তির আগমন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১৭:৫১
Share:
০১ ১২

বলিউডের এক সময়ের ‘হার্টথ্রব’ অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে তিনি। বেশ কিছু ছবিতে অভিনয় করেও নজরে এসেছেন জাহ্নবী কপূর।

০২ ১২

তাঁর নিজের ভক্তের সংখ্যাও কম নয়। সম্প্রতি এসেছিলেন পরিচালক কর্ণ জোহরের কফির আড্ডায়। আর সেখানেই বলে ফেলেন নিজের প্রেমিকের নাম।

Advertisement
০৩ ১২

কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এ এসে মুখ ফস্কে শিখর পাহাড়িয়ার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের কথা বলেই ফেলেছেন জাহ্নবী।

০৪ ১২

তার দিন কয়েকের মধ্যেই প্রেমিককে নিয়ে তিরুপতি মন্দিরের যান আশীর্বাদ নিতে। তবে মুম্বই ফিরতেই নাকি শিখর-জাহ্নবীর মাঝে তৃতীয় ব্যক্তির আগমন।

০৫ ১২

তিনি সারা তেন্ডুলকর। এ বার জাহ্নবীর রোষের মুখে পড়তে হল সচিন-কন্যাকে।

০৬ ১২

ইনস্টাগ্রাম হোক বা বলিউডের পার্টি— কোথাও সম্পর্কের কথা স্বীকার করেননি জাহ্নবী বা শিখর কেউ-ই। তবে শ্রীদেবীর মৃত্যুর পর থেকে সর্বক্ষণই জাহ্নবীর পাশেই দেখা গিয়েছে শিখরকে।

০৭ ১২

বলিউডে পা রাখার আগে থেকেই নাকি শিখরের সঙ্গে প্রেম ছিল জাহ্নবীর। যদিও বলিউডে অভিষেক হওয়ার পর বেশ কয়েক বছর স্রেফ বন্ধুত্বের সম্পর্কই বজায় রেখেছিলেন তাঁরা।

০৮ ১২

তবে ঈশান খট্টর, কার্তিক আরিয়ানের মতো অভিনেতাদের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে পুরনো বন্ধু ও প্রাক্তন প্রেমিক শিখরের কাছেই ফিরেছেন শ্রীদেবী-কন্যা।

০৯ ১২

এ বার কর্ণের শো-তে এসে সম্পর্কে সিলমোহর দেওয়ার পরই সচিন-কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে রাতের পার্টিতে দেখা যায় শিখরকে।

১০ ১২

প্রেমিককে নিয়ে জাহ্নবী যে বেশ স্পর্শকাতর, তা আগেই বিভিন্ন সময় বুঝিয়েছেন। এমনকি, নিজের ফোনের ‘স্পিড ডায়াল’-এ থাকে প্রেমিকের নম্বর।

১১ ১২

কিন্তু শিখরের সঙ্গে সারাকে পার্টিতে করতে দেখেই নাকি সচিন-কন্যাকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন অভিনেত্রী।

১২ ১২

ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্রের খবর, শিখরের সঙ্গে সারাকে দেখে নাকি মনঃক্ষুণ্ণ হয়েছেন শ্রীদেবী-কন্যা! সেই কারণে নাকি এই সিদ্ধান্ত। তবে সত্যিটা জানেন কেবল জাহ্নবীই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement