অযোধ্যার রামমন্দিরে রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকাল থেকেই রামমন্দির প্রাঙ্গণে নেমেছে তারকাদের ঢল। বলিপাড়ার তারকা থেকে শুরু করে হাজির হয়েছেন দক্ষিণী ফিল্মজগতের অভিনেতারাও।
অনুষ্ঠান শুরুর আগেই রামমন্দিরে পৌঁছলেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন।
অমিতাভের পাশাপাশি রয়েছেন বচ্চন পরিবারের অন্য এক সদস্যও। অমিতাভ-পুত্র অভিষেক বচ্চন গিয়েছেন রামমন্দিরে। তবে অভিনেতাকে একাই দেখা গিয়েছে সেখানে। তাঁর সঙ্গে ছিলেন না অভিষেক-পত্মী ঐশ্বর্যা রাই বচ্চন।
দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় তারকা রজনীকান্তও হাজির হয়েছেন অযোধ্যার রামমন্দিরে।
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় দেখা গেল দক্ষিণী অভিনেতা রাম চরণকে।
রামলালার বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষে হাজির হয়েছেন বলি গায়ক সোনু নিগম। ‘রাম সিয়া রাম’ ভজন গাইতে শোনা গেল তাঁকে। গানের শেষে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উচ্চারণ করে মঞ্চ থেকে নামেন তিনি।
নিমন্ত্রণ রক্ষা করতে রামমন্দির প্রাঙ্গণে হাজির হয়েছেন বলিপাড়ার অভিনেতা অনুপম খের।
অযোধ্যার রামমন্দির চত্বরে দেখা গেল বলি অভিনেতা জ্যাকি শ্রফকে। যদিও মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন তিনি। মন্দির চত্বর পরিষ্কার করতে হাতও লাগিয়েছিলেন অভিনেতা।
রামমন্দির উদ্বোধনের আগের দিন অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন বলিপাড়ার অভিনেত্রী কঙ্গনা রানাউত। রবিবার হনুমানগড়ি মন্দির ধোয়ার পর ধর্মগুরু রামানন্দাচার্য স্বামীর সঙ্গে দেখা করেছিলেন কঙ্গনা। সোমবার সকালে রামমন্দির চত্বরে হাজির হন কঙ্গনা।
বলিপাড়ার সঙ্গীতনির্মাতা হরিহরণকেও গাড়ি থেকে নামতে দেখা গেল রামমন্দির চত্বরে। গাড়ি থেকে নেমে মন্দিরের ভিতর প্রবেশ করলেন তিনি।
রামমন্দিরে সস্ত্রীক উপস্থিত হন বলিউডের খ্যাতনামী সঙ্গীতনির্মাতা শঙ্কর মহাদেবন। মঞ্চে ভজন গাইতেও দেখা যায় তাঁকে।
উৎসবে মেতে গোটা অযোধ্যা। তার মধ্যেই রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন বলি অভিনেতা রণবীর কপূর। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী তথা বলি অভিনেত্রী আলিয়া ভট্ট। সঙ্গে রয়েছেন বলিপাড়ার ছবিনির্মাতা রোহিত শেট্টি এবং রাজকুমার হিরানি।
রণবীর-আলিয়া ছাড়াও রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বলিপাড়ার অন্য এক জুটি। বলি অভিনেতা ভিকি কৌশল এবং তাঁর স্ত্রী তথা বলি অভিনেত্রী ক্যাটরিনা কইফ রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়।
বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনেকেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে অযোধ্যার রামমন্দিরে। সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী শ্রীরাম মাধব নেনে।
পরনে ভারতীয় পোশাক, চোখে রোদচশমা। বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা এই অবতারে হাজির হন রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে।
রজনীকান্ত এবং রাম চরণের পাশাপাশি রামমন্দিরে উপস্থিত ছিলেন দক্ষিণী ফিল্মজগতের খ্যাতনামী তারকা চিরঞ্জীবীকেও।
অতিথিদের তালিকায় বাদ পড়েননি ক্রিকেটাররাও। রামমন্দির চত্বরে হাজির হন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর।
ভারতের শিল্পপতি মুকেশ অম্বানী এবং তাঁর স্ত্রী নীতা অম্বানীকে দেখা গেল রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে।
বলিপাড়ার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনু মালিক উপস্থিত রয়েছেন অযোধ্যার রামমন্দিরে।
রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল।
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে দেখা যায় বলিউডের ছবিনির্মাতা সুভাষ ঘাইকে। মুকেশ-পুত্র আকাশ অম্বানী এবং তাঁর স্ত্রী শ্লোকা মেহতাও উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে।
বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী উপস্থিত রয়েছেন রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে।
বলি অভিনেতা রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইশ্রম উপস্থিত রয়েছেন রামমন্দিরে।