এ যেন বাস্তবের ‘অনুকূল’! রোবট, অথচ মানুষের মতোই সব কিছু করতে পারে সে। কিছু কাজে টপকে যায় মানুষকেও। তবে অনুকূলের মতো তারও মন রয়েছে কি না, প্রতিহিংসাপরায়ণ কি না, তা এখনও জানা যায়নি।
আমেরিকার সংস্থা বোস্টন ডায়নামিক্স এমনই এক রোবট তৈরি করে সাড়া ফেলে দিয়েছে। সেই রোবট ছুটে ছুটে কাজ করতে পারে মানুষের মতো। আরও অনেক কিছু করতে পারে, ঠিক যে সব কাজ পারে মানুষেরা।
মনে করা হচ্ছে, বোস্টন ডায়নামিক্স সংস্থার অ্যাটলাস খুব শিগগিরই অনেক মানুষের কাজ কেড়ে নিতে পারে, যেমনটা হয়েছিল সত্যজিৎ রায়ের ‘অনুকূল’ গল্পে।
এখনও এই রোবট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সংস্থা। একে দিয়ে কী কী কাজ করানো যা, তা নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা। গবেষকরা এ-ও দেখছেন, কোনও বস্তুকে এই রোবট কী ভাবে গ্রহণ করে, কী ভাবে তাকে নিয়ে কাজ করে, বা নাড়াচাড়া করে।
কোনও বস্তু অ্যাটলাসের হাতে তুলে দিলে, সে যাতে বুঝতে পারে, ওটা কী দিয়ে তৈরি, সেই প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। কোনও বস্তু কী দিয়ে তৈরি, তা বুঝে ব্যবহার করবে এই রোবট। তা নিয়ে এখনও চলছে কাজ।
এই রোবটের মধ্যে থাকবে একটি কন্ট্রোল সিস্টেম। তার মাধ্যমে সে তার আশপাশের অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। কোনও বস্তুর সঙ্গে কী ভাবে আচরণ করবে, তা-ও বুঝতে সাহায্য করবে ওই কন্ট্রোল সিস্টেম।
একটি সফটওয়্যারের মাধ্যমে কাজ করবে রোবটটি। রোবটের মাথায় বসানো রয়েছে ক্যামেরা। সেই ক্যামেরাই তথ্য সরবরাহ করবে সফটওয়্যারকে।
ওই ক্যামেরা রং বিচার করে সফটওয়্যারকে জানান দেবে। দূরত্ব, গভীরতাও মাপতেও সক্ষম সে। সেই অনুযায়ী কাজ করবে রোবটটি।
রোবটটি ঠিক কী কী কাজ করতে সক্ষম, তা বোঝানোর জন্য একটি ভিডিয়ো প্রকাশ করেছে সংস্থা। সেখানে দেখা যাচ্ছে, একটি কাঠের পাটাতন তুলে এনে নিজের রাস্তা করল সে। তার পর মাটি থেকে ব্যাগ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠল সেই রোবট।
ভিডিয়োতে আরও দেখা গেল, যাতায়াতের পথে ভল্টও খাচ্ছে সে। প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে। দিচ্ছে লাফ। ঠিক যেমন ক্রীড়াবিদেরা করে থাকেন।
বোস্টন ডায়নামিক্স সংস্থার তরফে জানানো হয়েছে, এই অ্যাটলাস জাতীয় রোবটটির সংবেদনশীলতা অন্য রোবটের তুলনায় বেশি। একটা বস্তুর সঙ্গে সংযোগ গড়তে পারে। গন্তব্যে যাওয়ার পথে প্রয়োজন মতো পথ বদলাতে পারে।
রোবটটির কোনও কিছুকে আঁকড়ে ধরার ক্ষমতা রয়েছে। ওজন নিয়ে চলার সময় ভারসাম্য রাখতেও পারে সে।
ভিডিয়ো দেখে মনে হতে পারে, এ আর এমন কী কঠিন কাজ। তবে বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কাছে যা সহজ, রোবটের কাছে তা সহজ নয়। কারণ তার মস্তিষ্ক নেই।
এই অ্যাটলাস রোবট তৈরি করেছে যে দল, তাতে রয়েছেন ইঞ্জিনিয়ার রবিন ডেইটস। তিনি জানিয়েছেন, এই রোবটে নতুন কিছু বৈচিত্রের পাশাপাশি পুরনো সব গুণই থাকবে।
বোস্টন ডায়নামিক্স সংস্থার বেশির ভাগ রোবটই বিক্রির জন্য। এক একটির দাম প্রায় আড়াই লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ২ লক্ষ ৯১ হাজার টাকারও বেশি। তবে এই অ্যাটলাস রোবট আপাতত বিক্রি করবে না সংস্থা। গবেষণার কাজে লাগানো হবে।