সহজেই ক্লান্তি বোধ করতে পারেন আপনি। এর পাশাপাশি মন-সংযোগের ঘাটতিও হতে পারে আপনার। রক্তে দূষিত পদার্থের মাত্রা বেড়ে যাওয়ার জন্যই এই রকম হয়।
আজকাল আপনার আশেপাশে কিডনি সমস্যায় জেরবার হতে হয়তো দেখছেন অনেককেই। হয়তো বা নিজেই ভুগছেন এই বিচ্ছিরি সমস্যায়। যাঁরা চার দিকে এই সমস্ত সমস্যা দেখে ভয় পাচ্ছেন, তাঁরা অহেতুক চিন্তা না করে জেনে নিন এই আটটি কারণ, যা দেখে সহজেই বুঝতে পারবেন আপনার কিডনি দু’টি সত্যি-সত্যিই গন্ডগোল করছে কি না? আর হয়তো সেই কারণগুলি জানা থাকলে জল বেশি দূর গড়ানোর আগেই আপনি সাবধান হতে পারবেন! এই গ্যালারিতে সেই কারণগুলি দেখে নিন।
দেখুন আরও গ্যালারি- দেখে নিন বিশ্বের সবচেয়ে সুখী ১০ দেশ