সপ্তাহের প্রথম দিন। ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা। ফুলেরা গ্রামের সচিব, প্রধান এবং বিধায়কেরা একে একে হাজির ওটিটির পর্দায়। দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের তৃতীয় সিজ়ন। এই সিজ়নে অভিনয় করে কত পারিশ্রমিক পেলেন জীতেন্দ্র কুমার, নীনা গুপ্তেরা?
‘পঞ্চায়েত’-এর প্রথম সিজ়ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ২০২০ সালে। পরবর্তী সিজ়নের অপেক্ষায় দিন গুনছিলেন দর্শক। প্রায় দু’বছর পর দ্বিতীয় সিজ়ন নিয়ে ওটিটির পর্দায় হাজির হয়েছিলেন সিরিজ়ের নির্মাতারা। তবে তৃতীয় সিজ়ন আসবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল দর্শকের মনে।
বহু দিন পর প্রশ্নের উত্তর পান ‘পঞ্চায়েত’ প্রেমীরা। ২০২৪ সালে সিরিজ়ের তৃতীয় সিজ়ন মুক্তি পেতে চলেছে তা ঘোষণার পর থেকে দর্শকের মধ্যে উন্মাদনা তৈরি হয়। ২০২২ সালের পর আরও দু’বছরের অপেক্ষার অবসান। অবশেষে সোমবার মধ্যরাতে মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত ৩’।
মোট আটটি পর্ব নিয়ে মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত ৩’। বলিপাড়া সূত্রে খবর, এক একটি পর্বে অভিনয় করে ৭০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন জীতেন্দ্রকুমার। সিরিজ়ে সচিবের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
শোনা যায়, ‘পঞ্চায়েত ৩’-এ অভিনয় করে মোট ৫ লক্ষ ৬০ হাজার টাকা আয় করেছেন জীতেন্দ্র। সিরিজ়ে যে তারকারা অভিনয় করেছেন, উপার্জনের নিরিখে তাঁদের সকলকে টপকে গিয়েছেন জীতেন্দ্র।
আগের দু’টি সিজ়নের মতো ‘পঞ্চায়েত ৩’ সিরিজ়েও গ্রামপ্রধানের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে নীনা গুপ্তকে। বলিপাড়া সূত্রে খবর, এক একটি পর্বে অভিনয় করে ৫০ হাজার টাকা আয় করেছেন তিনি।
‘পঞ্চায়েত ৩’ সিরিজ় থেকে মোট চার লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন নীনা।
‘পঞ্চায়েত’ সিরিজ়ে গ্রামপ্রধানের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর যাদব। ওটিটির পর্দায় রঘুবীর এবং নীনার জুটি দর্শকেরও মনে ধরে।
বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘পঞ্চায়েত ৩’ সিরিজ়ের প্রতি পর্বে অভিনয় করে ৪০ হাজার টাকা উপার্জন করেছেন রঘুবীর।
অর্থাৎ, ‘পঞ্চায়েত’-এর তৃতীয় সিজ়নে অভিনয় করে মোট ৩ লক্ষ ২০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন রঘুবীর।
‘পঞ্চায়েত’-এর হাত ধরেই অভিনয়জগতে কেরিয়ার শুরু করেন চন্দন রায়। এই সিরিজ়ে হাস্যরসে পরিপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি।
‘পঞ্চায়েত ৩’ সিরিজ়ের প্রতি পর্বে অভিনয় করে ২০ হাজার টাকা আয় করেছেন চন্দন। এমনটাই বলিপাড়া সূত্রে খবর।
‘পঞ্চায়েত ৩’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা উপার্জন করেছেন চন্দন।
‘পঞ্চায়েত ৩’-এ অভিনয় করেছেন ফয়সল মালিক, দুর্গেশ কুমার, সুনিতা রাজওয়ার, সানভিকার মতো আরও অনেক তারকা অভিনয় করেছেন। কিন্তু তাঁরা কত পারিশ্রমিক পেয়েছেন সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।