রুশো, ভলতেয়ার, ফ্রয়েড, আব্রাহাম লিঙ্কন, জন কিটস। ওয়ার্ডসওয়ার্থ-এর বিক্যাত উক্তিগুলি তো অনেকেই জানেন। আমরা কখনও কখনও এই সব বিখ্যাত ব্যক্তিদের উদ্ধৃতিগুরোকে ব্যবহারও করে থাকি। কিন্তু এ ক্ষেত্রে যদি কোনও কমেডিয়ানের কথা বলি তা হলে তাঁর হাসি হাসি মুখ এবং তাঁর ভঙ্গিমা চোখে ভসে উঠবে। কিন্তু সেই হাসির পিছনে অনেক সময় যে ব্যাথা লুকিয়ে থাকে সেটা কখনও টের পাই না। পাওয়ার ও কথা নয়। কারণ এঁদের পেশাই মানুষকে হাসানো। এঁদের জীবনটাই অনেকটা ট্র্যাজি-কমেডির মতো। কমেডিটা শ্রোতাদের জন্য এবং ট্র্যাজেডিটা তাঁর নিজের জীবনের জন্য। সে রকমই এক বিখ্যাত ব্যক্তির কথা বা উদ্ধৃতি দেখে নেওয়া যেতে পারে এই গ্যলারিতে। কে সেই ব্যক্তি? আর কী বলেছিলেন তিনি। সেই বিখ্যাত ব্যক্তি হলেন চার্লি চ্যাপলিন। তাঁকে বিশ্বের সিনেমা জগতের সবচেয়ে বড় কমেডিয়ান বলে মনে করা হয়। অনেক সংগ্রামের মধ্যে দিয়ে তিনি চার্লি চ্যাপলিন হয়েছেন। অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে তাঁর জীবন পথ এগিয়েছে। এ রকম সময়ে কী ভাবে নিজেকে তিনি অবিচল রেখে একটা জায়গায় পৌঁছেছিলেন। যার জন্য আজ সারা বিশ্ব তাঁকে জানে। এ রকম সময় কী করা উচিত তারই কিছু নিদর্শন দিয়েছেন তিনি। কী বলেছেন তিনি?