সিঁদুরে রাঙিয়ে উমা বিদায়

উৎসবের শেষে বিষাদের সুর। আজ বিজয়া দশমী। ঘরের উমার এ বার বাপের ঘর থেকে বিদায় নেওয়ার পালা। মনের কোণে বিষাদ। ফের এক বছরের অপেক্ষা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৬ ০০:০০
Share:

উৎসবের শেষে বিষাদের সুর। আজ বিজয়া দশমী। ঘরের উমার এ বার বাপের ঘর থেকে বিদায় নেওয়ার পালা। মনের কোণে বিষাদ। ফের এক বছরের অপেক্ষা। সকাল থেকেই বিভিন্ন বাড়িতে এবং মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা। মঙ্গল কামনা করে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন মহিলারা। দেশের বাইরেও প্রবাসী বাঙালিরা মেতে উঠেছেন সিঁদুর খেলায়।

Advertisement

জমজমাট খাওয়াদাওয়া, দেদার আড্ডা সঙ্গে প্যান্ডেল হপিং। কদিন এটাই ছিল রুটিন। উৎসবের আনন্দ পূর্ণতা পেল সিঁদুর খেলায়। এক নজরে দেখে নিন বিজয়া দশমীর কিছু ঝলক।

ছবি: সুদীপ্ত ভৌমিক, বিশ্বরূপ বসাক, গৌতম প্রামাণিক, দেশকল্যাণ চৌধুরী, অনির্বাণ সাহা ও সজল চট্টোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন: প্রায় তিন দশক ধরে পুড়ে চলেছেন ‘রাবণ-চাচা’

দুর্গোৎসবের নতুন স্বাদ আনন্দ উৎসবে

সিঁদুর খেলা, মিষ্টি মুখে বিজয়া দশমী প্রবাসে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement