Naga Chaitanya Relationships

শ্রুতি থেকে কাজল, সামান্থা হয়ে শোভিতা! নাগার প্রেমিকার তালিকায় ছিলেন দক্ষিণী মডেলও

শুধুমাত্র সামান্থা অথবা শোভিতা নন। নাগার নাম জড়িয়েছিল একাধিক অভিনেত্রীর সঙ্গে। প্রেমিকাদের সেই লম্বা তালিকায় নাম ছিল মডেল থেকে বলি নায়িকারও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৪২
Share:
০১ ২১

বুধবার দক্ষিণী নায়িকা শোভিতা ধুলিপালাকে বিয়ে করলেন দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় তারকা নাগা চৈতন্য। শুভাকাঙক্ষীরা তারকা জুটিকে মন ভরে আশীর্বাদ করেছেন। সমান্তরাল ভাবে আলোচনা চলেছে খ্যাতনামী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়েও। অভিনেত্রীর পাশাপাশি তিনি নাগার প্রাক্তন স্ত্রীও বটে।

০২ ২১

শুধুমাত্র সামান্থা অথবা শোভিতা নয়, নাগার নাম জড়িয়েছিল একাধিক অভিনেত্রীর সঙ্গে। প্রেমিকাদের সেই লম্বা তালিকায় নাম লিখিয়েছিলেন মডেল থেকে শুরু করে বলি নায়িকাও।

Advertisement
০৩ ২১

২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধাদা’ নামের তেলুগু ছবি। এই ছবিতে নাগার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল কাজল আগরওয়ালকে। কানাঘুষো শোনা যায়, কাজলের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নাগা।

০৪ ২১

কানাঘুষো শোনা যায়, ‘ধাদা’ ছবির শুটিংয়ের সময় নাকি কাজলের সঙ্গে সম্পর্ক দানা বেঁধেছিল নাগার। দুই তারকাকে একসঙ্গে নানা জায়গায় সময় কাটাতেও দেখা গিয়েছিল। তবে নাগা এবং কাজল— কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

০৫ ২১

দক্ষিণী ফিল্মজগতের বর্ষীয়ান অভিনেতা কমল হাসনের কন্যা শ্রুতি হাসনের সঙ্গেও নাকি প্রেম করতেন নাগা। ২০১৩ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাগা এবং শ্রুতির গভীর বন্ধুত্ব অনেকের নজরে পড়ে। তার পর থেকেই দুই তারকার সম্পর্ক নিয়ে শুরু হয় জল্পনা।

০৬ ২১

অধিকাংশের দাবি, শ্রুতি এবং নাগার সম্পর্ক এতটাই গভীর ছিল যে, শ্রুতিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন নাগা। কিন্তু তাঁদের মধ্যে ঝগড়া হওয়ার পর দূরত্ব তৈরি হয়ে যায়। সম্পর্কে নাকি ইতিও টানেন তাঁরা।

০৭ ২১

কানাঘুষো শোনা যায়, এক অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রুতির বোন অক্ষরা হাসন। সেখান থেকে অক্ষরাকে নিয়ে নাগা যেন বাড়ি ফেরেন, অভিনেতাকে তেমনই নির্দেশ দিয়েছিলেন শ্রুতি। কিন্তু নাগা নাকি সেখানে যাননি। অক্ষরা বহু ক্ষণ সেখানে একা দাঁড়িয়ে ছিলেন। এই নিয়ে ঝগড়া হয় দুই তারকার।

০৮ ২১

একটি কারণ নিয়ে ঝগড়া দানা বাঁধতে বাঁধতে বিরাট আকার ধারণ করে নাগা এবং শ্রুতির মধ্যে। তাঁদের সম্পর্ক ভেঙে গেলেও পেশাগত দিক থেকে দূরত্ব তৈরি হয়নি নাগা এবং শ্রুতির। বিচ্ছেদের পরেও ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমম’ নামের একটি রোম্যান্টিক ছবিতে অভিনয় করেন দু’জনে।

০৯ ২১

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ে মায়া চেসাভে’ নামের তেলুগু ভাষার ছবিতে প্রথম জুটি বাঁধেন নাগা এবং সামান্থা। সেই ছবির শুটিংয়ের সময় সামান্থার সঙ্গে প্রথম আলাপ হয় নাগার।

১০ ২১

২০১৪ সালে ‘অটোনগর সূর্য’ ছবির শুটিংয়ের সময় নাগা এবং সামান্থা সম্পর্কে জড়িয়ে পড়েন বলে মনে করা হয়। ২০১৫ সাল নাগাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি মিষ্টি বার্তা লিখে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন সামান্থা। তার জবাবে মাখোমাখো উত্তর দেন নাগা। এই বিষয়টি নিয়ে সেই সময় আলোচনা শুরু হয়।

১১ ২১

একাধিক অনুষ্ঠানে নাগা এবং সামান্থাকে একসঙ্গে দেখা গেলেও গোড়ার দিকে দুই তারকাই মুখে কুলুপ এঁটেছিলেন। ২০১৬ সালে নাগার সঙ্গে সম্পর্কে থাকার খবরে শিলমোহর দিয়েছিলেন সামান্থা।

১২ ২১

২০১৭ সালে আংটিবদল সেরে একই বছর ধুমধাম করে বিয়ে করেন নাগা এবং সামান্থা। তবে তাঁদের বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী ছিল না। চতুর্থ বিবাহবার্ষিকীর মাত্র চার দিন আগে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুই তারকা। ২০২১ সালের অক্টোবর মাসে সাংসারিক জীবনে ইতি টানেন দু’জনে।

১৩ ২১

শোনা যায়, সামান্থার সঙ্গে থাকাকালীন অন্য এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নাগা। ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মজিলি’ নামের তেলুগু ভাষার একটি ছবি। এই ছবিতে নাগার বিপরীতে অভিনয় করতে দেখা যায় দিব্যাংশা কৌশিক নামের এক দক্ষিণী নায়িকাকে।

১৪ ২১

‘মজিলি’ ছবির সহ-অভিনেত্রী দিব্যাংশার সঙ্গে নাকি শুটিং চলাকালীন ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন নাগা। দুই তারকাকে একসঙ্গে নানা জায়গায় দেখাও যেতে শুরু করে। কিন্তু তাঁদের মধ্যে আদৌ কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে মুখ খোলেননি কেউই।

১৫ ২১

সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী দক্ষ নাগারকারের সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নাগা। ২০২২ সালে ‘বঙ্গররাজু’ ছবিতে দক্ষের সঙ্গে অভিনয় করেছিলেন নাগা।

১৬ ২১

অনেকের দাবি, ‘বঙ্গররাজু’ ছবির শুটিংয়ের সময় দক্ষের সঙ্গে গভীর বন্ধুত্ব হয়ে যায় নাগার। এমনকি, ছবির প্রচারানুষ্ঠানে গিয়ে নাগার বিপুল প্রশংসা করেছিলেন নায়িকা। দুই তারকার সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও কেউ প্রকাশ্যে সেই সম্পর্কের কথা স্বীকার করেননি।

১৭ ২১

শুধু দক্ষই নন, ‘বঙ্গররাজু’ ছবিতে নাগার সঙ্গে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেত্রী কৃতি শেট্টিও। ছবি মুক্তির পর নাগা এবং কৃতির সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। কিন্তু সেগুলো সবই রটনা। সময়ের সঙ্গে সঙ্গে সেই রটনাও হাওয়ায় মিলিয়ে যায়।

১৮ ২১

নাগা এবং সামান্থার বিচ্ছেদের পর শোভিতার সঙ্গে নাম জড়িয়ে পড়ে নাগার। হায়দরাবাদে নতুন বাড়ি কিনেছিলেন নাগা। সেই সময় প্রায়ই নাগার বাড়িতে যাতায়াত করতে দেখা যেত শোভিতাকে।

১৯ ২১

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেজর’ ছবির প্রচারানুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে প়ড়েছিলেন শোভিতা। অনেকের দাবি, ছবির প্রচারের সময় শোভিতার সঙ্গে একই হোটেলে ছিলেন নাগাও।

২০ ২১

২০২৩ সালের মার্চ মাসে লন্ডনের এক রেস্তরাঁয় শোভিতা এবং নাগাকে একসঙ্গে দেখা যায়। সেই রেস্তরাঁর এক রন্ধনশিল্পী নাগার সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। ছবিতে দেখা যায়, শাড়ি পরে পিছনে বসে রয়েছেন শোভিতা। ছবিটি নিয়ে জল্পনা শুরু হলে পরে তা সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন ওই রন্ধনশিল্পী।

২১ ২১

বিভিন্ন জায়গায় নাগা এবং শোভিতাকে একসঙ্গে দেখা গেলেও তাঁরা কেউ তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানাননি। চলতি বছরের অগস্ট মাসে নাগার বাবা নাগার্জুন অক্কিনেনি নাগা এবং শোভিতার আংটিবদলের খবর ঘোষণা করেন। ডিসেম্বর মাসের গোড়ায় চারহাত এক হয় দুই তারকার।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement