Bollywood Actresses

কেউ এক তো কেউ পাঁচ কোটি! স্রেফ আইটেম গানে কোমর দুলিয়ে কত আয় করেন নোরা, সামান্থা, মালাইকারা?

দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কইফ, সানি লিওন থেকে সামান্থা রুথ প্রভু— হিন্দি ছবির ‘আইটেম সং’-এ অভিনয় করে কেউ লাখে তো কেউ কোটিতে উপার্জন করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৪ ১০:১৩
Share:
০১ ১৫
From Katrina Kaif to Deepika Padukone, how much Bollywood actresses charge for item songs

দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কইফ, সানি লিওন থেকে সামান্থা রুথ প্রভু— বড় পর্দায় শুধুমাত্র অভিনয় নয়, ‘আইটেম সং’-এ কাজ করেও দর্শকদের মন ভুলিয়েছেন অভিনেত্রীরা। নাচের দৃশ্যে অভিনয় করে পারিশ্রমিকও পেয়েছেন নজরকাড়া।

০২ ১৫
From Katrina Kaif to Deepika Padukone, how much Bollywood actresses charge for item songs

২০১১ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘দম মারো দম’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিষেক বচ্চন, বিপাশা বসু এবং রোহন সিপ্পিকে। এই ছবির একটি ‘আইটেম সং’-এ অভিনয় করেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিপাড়ার অধিকাংশের দাবি, ওই একটি নাচের দৃশ্যে অভিনয় করার জন্য দেড় কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা।

Advertisement
০৩ ১৫
From Katrina Kaif to Deepika Padukone, how much Bollywood actresses charge for item songs

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের ‘রইস’ ছবিতে ‘লয়লা ম্যায় লয়লা’ গানে নাচতে দেখা গিয়েছিল সানি লিওনকে। বলিপাড়া সূত্রে খবর, এই ‘আইটেম সং’-এ অভিনয় করে তিন কোটি টাকা আয় করেছিলেন সানি।

০৪ ১৫

২০২৩ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘ওয়াল্টেয়ার ভিরায়া’তে নাচের দৃশ্যে অভিনয় করে দু’কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন ঊর্বশী রাওতেলা।

০৫ ১৫

২০১২ সালে হৃতিক রোশন এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘অগ্নিপথ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবির ‘চিকনি চমেলি’ গানে নেচে দু’কোটি টাকা আয় করেছিলেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কইফ।

০৬ ১৫

‘গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ ছবির ‘আইটেম সং’-এ অভিনয় করে ছ’কোটি টাকা উপার্জন করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

০৭ ১৫

কানাঘুষো শোনা যায়, ‘পুষ্পা’ ছবিতে ‘ও অন্তাভা’ গানের দৃশ্যে অভিনয় করে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু।

০৮ ১৫

বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘আইটেম সং’-এ অভিনয় করতে পাঁচ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিন‌্হা।

০৯ ১৫

বলিউডের ‘আইটেম সং’গুলির মধ্যে অন্যতম ‘মুন্নি বদনাম হুয়ি’। এই নাচের দৃশ্যে অভিনয় করতে দু’কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন মালাইকা অরোরা।

১০ ১৫

একাধিক হিন্দি ছবিতে ‘আইটেম সং’-এ অভিনয় করতে দেখা গিয়েছে নোরা ফতেহিকে। বলিপাড়া সূত্রে খবর, এক একটি নাচের দৃশ্যে অভিনয় করতে দু’কোটি টাকা পারিশ্রমিক নেন নোরা।

১১ ১৫

অক্ষয় কুমারের ‘গব্বর ইজ় ব্যাক’ ছবিতে একটি ‘আইটেম সং’-এ অভিনয় করতে দেখা গিয়েছিল চিত্রাঙ্গদা সিংহকে। কানাঘুষো শোনা যায়, এই নাচের দৃশ্যে অভিনয় করে ৬০ লক্ষ টাকা আয় করেছিলেন অভিনেত্রী।

১২ ১৫

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হরর কমেডি ঘরানার ছবি ‘স্ত্রী ২’। এই ছবিতে ‘আইটেম সং’ ছাড়াও কয়েক মিনিটের দৃশ্যে অভিনয় করেছেন তমান্না ভাটিয়া। বলিপাড়া সূত্রে খবর, ‘আইটেম সং’-এর জন্য গানপ্রতি তমান্নার পারিশ্রমিক ৫০ লক্ষ টাকা।

১৩ ১৫

বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘আইটেম সং’-এ অভিনয় করতে এক থেকে দু’কোটি টাকা পারিশ্রমিক নেন করিনা কপূর খান।

১৪ ১৫

‘রামাইয়া বাস্তবাইয়া’ ছবিতে একটি ‘আইটেম সং’-এ দেখা গিয়েছিল বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়কে। কানাঘুষো শোনা যায় যে, এই নাচের দৃশ্যে অভিনয় করে ৪০ লক্ষ টাকা উপার্জন করেছিলেন তিনি।

১৫ ১৫

একাধিক হিন্দি ছবিতে ‘আইটেম সং’-এ অভিনয় করতে দেখা যেত মল্লিকা শেরওয়াতকে। বলিপাড়া সূত্রে খবর, ‘আইটেম সং’-এ অভিনয় করতে কয়েক লক্ষ টাকা আয় করতেন মল্লিকা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement