expensive houses in India

Expensive houses in India: দাম ‘মাত্র’ ২০ হাজার কোটি! রাজপ্রাসাদকেও হার মানায় ভারতের এই সব বিলাসবহুল বাড়ি

ভারতে এমন কয়েকটি বহুমূল্য আবাসন রয়েছে, যার সৌন্দর্য কোনও রাজপ্রাসাদকেও হার মানাবে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১১:০৮
Share:
০১ ১৪

ভারতে এমন কয়েকটি বিলাসবহুল আবাসন রয়েছে, যা শুধু সৌন্দর্যের দিক থেকেই নয়, বরং দামের দিক থেকেও তা আকাশছোঁয়া। যে কোনও রাজপ্রাসাদকে সৌন্দর্যের দিক থেকে টেক্কা দিতে পারে এই আবাসনগুলি।

০২ ১৪

এই আবাসনগুলির মধ্যে শীর্ষে রয়েছে ‘অ্যান্টিলিয়া’। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানীর বাড়ি এটি। মুম্বইয়ের অ্যাল্টামাউন্ড রোডের উপর ২৭ তলার এই বাড়িটির আনুমানিক মূল্য ২০ হাজার কোটি টাকা। এই বাড়ি নির্মাণে সহায়তা করেছিলেন শিকাগোর আর্কিটেক্ট পার্কিন্স এবং উইল।

Advertisement
০৩ ১৪

বাড়িটি ২৭ তলার হলেও উচ্চতার দিক দিয়ে তা ৪০ তলা বাড়ির সমান। তাঁর বাড়িতে একটি সিনেমা থিয়েটার রয়েছে, যার ভিতরে একসঙ্গে ৮০ জন বসা যায়। এ ছাড়াও জিম থেকে আইসক্রিম পার্লার, সুইমিং পুল থেকে সেলুন পর্যন্ত সব কিছুই এক ছাদের তলায় রয়েছে। বাড়িটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যে, রিখটার স্কেলের মাত্রা অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা ৮ হলেও বাড়িটি ভেঙে পড়বে না।

০৪ ১৪

এর পরে রয়েছে রেমন্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর গৌতম বিজয়পত সিংহানিয়ার বাড়ি, যা ‘জেকে হাউস’ নামে বেশি প্রচলিত। ১৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে এই বাড়িটি বানানো হয়েছে।

০৫ ১৪

৩০ তলার এই বাড়ির ছ’টি তলা গাড়ি রাখার জন্য পার্কিং স্পেস হিসাবে ব্যবহার করা হয়। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, জেকে হাউসের মূল্য ছ’হাজার কোটি টাকার কাছাকাছি।

০৬ ১৪

দেশের গগনচুম্বী আবাসনগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ‘অ্যাবোড’। অনিল অম্বানীর এই বাড়িটিও মুম্বইয়েই। ১৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে থাকা এই বাড়িটির আনুমানিক মূল্য পাঁচ হাজার কোটি টাকা।

০৭ ১৪

১৭ তলার এই বাড়ির ছাদে হেলিপ্যাড-সহ কয়েকটি হেলিকপ্টারও রাখা রয়েছে। ‘অ্যাবোড’-এর উচ্চতা ৭০ মিটার।

০৮ ১৪

১৮৭৪ সালে গ্বায়িলরের ‘জয় বিলাস প্যালেস’টি নির্মাণ করেন মহারাজাধিরাজ শ্রীমন্ত জয়াজিরাও শিন্ডিয়া আলিজা বাহাদুর। সেই সময় এই বাড়ির আনুমানিক মূল্য এক কোটি টাকা মূল্যের হলেও বর্তমানে এর দাম চার হাজার কোটি টাকা।

০৯ ১৪

‘জয় বিলাস মহল’ এত সুন্দর যে, তার কিছু অংশ সাধারণ জনগণের জন্যে খুলে দেওয়া হয়েছে। যাঁরা বিশালাকার অট্টালিকা ঘুরতে পছন্দ করেন তাঁদের জন্য গ্বালিয়রের এই মহল আদর্শ জায়গা।

১০ ১৪

জয় বিলাস মহলের পরেই তালিকায় রয়েছে ‘গুলিটা’। মুম্বইয়ের সমুদ্রসৈকতের সামনে পাঁচ তলা এই বাড়িটির আনুমানিক মূল্য এক হাজার কোটি টাকারও বেশি। বিয়ের পর অম্বানী-কন্যা ইশা ‘অ্যান্টিলিয়া’ ছেড়ে এই বাড়িতে আসেন।

১১ ১৪

পাঁচ তলার এই আবাসনে নীচে গাড়ি রাখার জায়গা রয়েছে। এ ছাড়াও মন্দিরের জন্য একটি আলাদা ঘর রয়েছে। বাড়ির সামনে রয়েছে বিশাল বাগানও।

১২ ১৪

মুম্বইয়ের মালাবার হিল এলাকায় ‘মধুকুঞ্জ’ আবাসনটির মূল্য এক হাজার কোটি টাকা। ডিমার্ট সংস্থার প্রতিষ্ঠাতা রাধাকিষণ দামানি দেড় একর জমির উপর এই বাংলোটি কেনেন।

১৩ ১৪

মালাবার হিল এলাকায় আরও একটি বহুমূল্য আবাসন রয়েছে যার নাম ‘জাতিয়া হাউস’। এই বাড়িটি আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কেএম বিড়লার।

১৪ ১৪

সমুদ্রসৈকতের সামনে ৩০ হাজার বর্গফুট জমির উপর বানানো এই আবাসনটির মূল্য বর্তমানে ৪২৫ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement