ডিএ মামলায় কলকাতা হাই কোর্টে আবার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় হারেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা দিতে হবে।
কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। কেন্দ্রের তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ৩১ শতাংশ কম ডিএ পান। ২০২১ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী, এ রাজ্যে সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ-র হার মাত্র তিন শতাংশ।
অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ-র হার এত কম নয়। বিজেপি শাসিত কিংবা অ-বিজেপি শাসিত, সব রাজ্যের ক্ষেত্রেই মহার্ঘ ভাতার হার পশ্চিমবঙ্গের চেয়ে অনেকটা বেশি। কোন রাজ্যে সরকারি কর্মীরা কত ডিএ পান?
২০২০ সালের ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী, কেরলে সরকারি কর্মচারীরা ৩৬ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। বাম শাসিত এই রাজ্যে ডিএ-র হার তুলনামূলক বেশি।
২০২২ সালের ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী, তামিলনাড়ুর সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান।
২০২২ সালের ১ অগস্টের হিসাব অনুযায়ী, মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান।
২০২১ সালের ডিসেম্বর মাসের হিসাব অনুযায়ী, উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীরা ৩১ শতাংশ হারে ডিএ পান।
২০২২ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, মহারাষ্ট্রের সরকারি কর্মচারীরা ৩১ শতাংশ হারে ডিএ পান।
২০২২ সালের অগস্ট মাসের হিসাব অনুযায়ী, ছত্তীসগঢ়ের সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পান।
২০২০ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, ঝাড়খণ্ডের সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পান।
২০২২ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, কর্নাটকের সরকারি কর্মচারীরা ২৭.২৫ শতাংশ হারে ডিএ পান।
২০২২ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মচারীরা ৩৮.৭৭৬ শতাংশ হারে ডিএ পান।
২০২১ সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী, হরিয়ানায় সরকারি কর্মচারীরা ২৮ শতাংশ হারে ডিএ পান।
২০২২ সালের হিসাব অনুযায়ী, অসম সরকার কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দেয়।
২০২২ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান।
২০২১ সালের ২ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, পঞ্জাব সরকার সরকারি কর্মচারীদের ২৮ শতাংশ হারে ডিএ দিয়ে থাকে।
২০২২ সালের ১ জানুয়ারি থেকে ওড়িশার সরকারি কর্মীরা ডিএ পান ৩৪ শতাংশ হারে।
২০২২ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী, তেলঙ্গানার সরকারি কর্মীরা ডিএ পান ১৭.২৯ শতাংশ হারে।
২০২১ সালের ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী হিমাচল প্রদেশের সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ-র হার ৩১ শতাংশ।
২০১৯ সালের ১ জুলাই থেকে মিজোরামের সরকারি কর্মচারীরা ১৭ শতাংশ হারে ডিএ পান।
২০২২ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী, গোয়াতে সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান।
২০২১ সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী, মেঘালয়ে সরকারি কর্মীরা ২২ শতাংশ হারে ডিএ পান।
২০২২ সালের ২৯ জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী, উত্তরাখণ্ড সরকার কর্মচারীদের ৩৪ শতাংশ হারে ডিএ দেয়।
কংগ্রেস শাসিত রাজস্থানেও রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ-র হার তুলনামূলক বেশি। ২০২২ সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী, সেখানে ৩৪ শতাংশ হারে ডিএ দেওয়া হয়।
বিজেপি শাসিত গুজরাতে রাজ্য সরকারি কর্মীরা ২৮ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন (২০২১ সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী)।
২০২১ সালের ১ জুলাইয়ের হিসাব বলছে, বিহারে সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ-র হার ২৮ শতাংশ।
২০২১ সালের ২৬ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, নাগাল্যান্ডের সরকারি কর্মচারীরা ৩১ শতাংশ হারে ডিএ পান।
২০২২ সালের জুন মাস থেকে মণিপুর সরকার কর্মীদের ডিএ বাড়িয়ে ২১ শতাংশ করেছে।
ত্রিপুরায় সরকারি কর্মীদের ডিএ চলতি বছরের ১ জুলাই থেকে বাড়িয়ে করা হয়েছে ৮ শতাংশ।
সিকিমে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতার হার ২০২১ সালের ১ জুলাই থেকে ৩১ শতাংশ।