রোমারিয়ো ডি সুজ়া ফারিয়া। যাঁর ঝুলিতে রয়েছে ৫০০টি গোল। ফুটবল মাঠে এক সময় জাদু দেখিয়েছেন তিনি। জিতেছেন বিশ্বকাপও। এ বার তাঁর কন্যার নেওয়া একটি সিদ্ধান্তে নতুন করে চর্চায় এসেছেন রোমারিয়ো। ব্রাজ়িলের ফুটবলার কন্যার নাম ড্যানিয়েল ফাভাত্তো।
‘অনলিফ্যানস’ নামের প্ল্যাটফর্মে নিজের অ্যাকাউন্ট খুলেছেন ২৫ বছর বয়সি ড্যানিয়েল। এই প্ল্যাটফর্মে বিভিন্ন মডেল বা ইউটিউবারেরা খোলামেলা পোশাক পরে বা নিরাবরণ হয়ে নিজেদের ছবি বা ভিডিয়ো পোস্ট করেন। ‘অনলিফ্যানস’-এ নিজেদের ছবি পোস্ট করে অর্থ উপার্জনও করেন তাঁরা। এই ‘বড়দের’ প্ল্যাটফর্মে দেখা যাবে ড্যানিয়েলকে।
এই প্রসঙ্গে ড্যানিয়েল জানিয়েছেন যে, এই প্ল্যাটফর্মে তাঁকে একদম অন্য অবতারে দেখা যাবে। প্ল্যাটফর্মে সাধারণত যে ধরনের ছবি দেখতে পাওয়া যায়, সেই তুলনায় ড্যানিয়েলের ছবি এবং ভিডিয়োগুলি হবে তাক লাগানো, অন্য রকম। নিজের অ্যাকাউন্ট থেকে এই কথা ঘোষণা করেছেন তিনি নিজেই।
রোমারিয়োর কন্যা ড্যানিয়েল বর্তমানে ব্রাজ়িলের রিয়ো দি জেনেরিও শহরের সেনেটর পদে যুক্ত রয়েছেন। নেটমাধ্যমে প্রভাবী হিসাবেও নিজের পরিচয় দেন ড্যানিয়েল।
চলতি বছরের জানুয়ারি মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ড্যানিয়েল। নাম রেখেছেন মারিয়া এডুয়ার্দা।
ফুটবলার ফ্যাবিও এনরিকের সঙ্গে দীর্ঘকালীন সম্পর্কে রয়েছেন ড্যানিয়েল। ফ্যাবিও এবং ড্যানিয়েলের প্রথম সন্তান মারিয়া।
ব্রাজিলের সান্টা ক্যাটারিনা স্টেটের সাও জোস শহরের অ্যাটলেটিকো ক্যাটারিনেন্স ক্লাবের হয়ে ফুটবল খেলেন ফ্যাবিও।
তাঁদের সম্পর্ক নিয়ে কিছু গোপন কথা ভাগ করে নিয়েছেন ড্যানিয়েল। তিনি জানান যে, ড্যানিয়েল কোনও দিনই মা হতে চাইতেন না। ড্যানিয়েলের চেয়ে তাঁর প্রেমিকই বেশি উৎসাহী ছিলেন এই ব্যাপারে।
মা না হতে চাওয়ার কারণও জানিয়েছেন ড্যানিয়েল। তিনি বলেন, ‘‘আমার আশপাশে কোনও বাচ্চা কাঁদলেও আমি বিরক্ত হয়ে যাই। বাচ্চা সামলাতে পারি না আমি।’’
অন্তঃসত্ত্বা হতে চাইতেন না বলে গর্ভনিরোধক ওষুধও খেতেন ড্যানিয়েল। তিনি জানান, দীর্ঘ আট বছর টানা গর্ভনিরোধক ওষুধ খেয়েছেন তিনি। কিন্তু পরে তিনি এই ওষুধ না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে, তিনি যে ২৫ বছর বয়সেই গর্ভবতী হয়ে যাবেন তা কল্পনা করতে পারেননি ড্যানিয়েল। তাঁর কথায়, ‘‘যে মুহূর্তে আমি গর্ভনিরোধক ওষুধ খাওয়া বন্ধ করলাম, তার ঠিক এক মাসের মধ্যে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি।’’
সন্তানসম্ভবা হওয়ার পর ওই অবস্থায় খোলামেলা পোশাক পরে ড্যানিয়েল তাঁর ইনস্টাগ্রাম থেকে ছবি পোস্ট করেছেন। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ড্যানিয়েলের অনুরাগীর সংখ্যা আড়াই লক্ষের গণ্ডি পার করেছে।
কিন্তু ‘অনলিফ্যানস’-এ কী ধরনের ছবি এবং ভিডিয়ো পোস্ট করবেন তারও বর্ণনা দিতে ভোলেননি ড্যানিয়েল। তিনি বলেন, ‘‘শিশুদের দেখলেই আমি ঘাবড়ে যাই। আমি কোনও দিন চাইনি যে আমার নিজের সন্তান হোক। এই অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য রকম। প্ল্যাটফর্মে আমি সেই অভিজ্ঞতাই ভাগ করে নিতে চাই।’’
ড্যানিয়েলের দাবি, তিনি কী ভাবে বাচ্চা সামলাচ্ছেন, তাঁর জন্য এই নতুন জীবন আদৌ কতটা উপভোগ্য, মা হওয়ার পর তাঁর জীবনে কতখানি বদল এসেছে তা ছবি এবং ভিডিয়োর মাধ্যমে তুলে ধরবেন তিনি।