Bollywood Scoop

ছবির প্রচারের জন্য নায়িকার সঙ্গে পরকীয়ার রটনা! বিয়ের কথা কেন গোপন করেছিলেন সানি?

আশির দশকে বলি অভিনেতা সানি দেওলের সঙ্গে অভিনেত্রী অমৃতা সিংহের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি, বিচ্ছেদের পর অমৃতা তা নিয়ে মন্তব্য করতেও পিছপা হননি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১০:৪৯
Share:
০১ ১৭

আশির দশকে টিনসেল নগরীর বুকে যেমন একাধিক তারকা আত্মপ্রকাশ করেছিলেন, ঠিক তেমনই তাঁদের পেশাগত জীবনের পাশাপাশি উঠে এসেছিল ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া। প্রেম-সম্পর্ক-পরকীয়া-বিয়ে-বিবাহ বহির্ভূত সম্পর্ক-বিচ্ছেদ থেকে শুরু করে সবকিছুই যেন আতশকাচের তলায়। বেশির ভাগ সময় বলি তারকারা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনাও করেছেন। আশির দশকে বলি অভিনেতা ধর্মেন্দ্রের পুত্র সানি দেওলের সঙ্গে অভিনেত্রী অমৃতা সিংহের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি, বিচ্ছেদের পর অমৃতা তা নিয়ে মন্তব্য করতেও পিছপা হননি।

০২ ১৭

১৯৮৩ সালে ‘বেতাব’ ছবিতে অভিনয় করে সানি এবং অমৃতা দু’জনে একসঙ্গে বলিপাড়ায় নিজেদের কেরিয়ার শুরু করেন। পেশাগত কারণেই দুই তারকার বন্ধুত্ব হয়। বলিপাড়ায় কানাঘুষো শোনা যেতে থাকে যে সানি এবং অমৃতা সম্পর্কে রয়েছেন। কিন্তু দু’জনেই সেই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন।

Advertisement
০৩ ১৭

সানি এবং অমৃতার সম্পর্কের খবর হাওয়ায় উড়ে বেড়ালেও এক দিন যেন বলিপাড়ায় ঝড় বয়ে যায়। অভিনেতার বিয়ের ছবি হঠাৎ প্রকাশ্যে আসে। পাত্রীর আসনে অমৃতা ছিলেন না, অন্য কোনও বলি অভিনেত্রীও নন। বরং পাত্রী হিসাবে দেওল পরিবার এমন পাত্রীকে বেছে নিয়েছিলেন যাঁর ফিল্মজগতের সঙ্গে দূরদুরান্তে কোনও যোগাযোগ নেই।

০৪ ১৭

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, সানি এবং অমৃতা দু’জনেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দুই তারকাই তাঁদের বাড়িতে এই সম্পর্কের কথা জানিয়েছিলেন। কিন্তু দুই পরিবারের তরফেই মত মেলেনি।

০৫ ১৭

সানির মায়ের বক্তব্য ছিল, অমৃতা ভীষণ জেদি স্বভাবের। দেওল পরিবারের পুত্রবধূ হিসাবে অমৃতাকে মেনে নিতে চাননি সানির মা। অমৃতার বাড়ির দৃশ্যও মোটামুটি একই ধরনের ছিল।

০৬ ১৭

অমৃতার মা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সমাজে তাঁর ভাল পরিচিতি ছিল। অমৃতা জীবনসঙ্গী হিসাবে এক অভিনেতাকে বেছে নিয়েছেন তা জানার পর আপত্তি করেছিলেন অভিনেত্রীর মা।

০৭ ১৭

পরিবারের তরফে বিয়ের জন্য মত না পেলেও আড়ালে নিজেদের সম্পর্ক বাঁচিয়ে রেখেছিলেন অমৃতা এবং সানি। কিন্তু সানির বিয়ের ছবি প্রকাশ্যে আসায় অমৃতার মাথায় বাজ ভেঙে পড়ে। অভিনেতার সঙ্গে সম্পর্কে ইতি টানেন তিনি।

০৮ ১৭

সানির সঙ্গে সম্পর্ক নিয়ে এক পুরনো সাক্ষাৎকারে মন্তব্যও করেছিলেন অমৃতা। তিনি বলেছিলেন, ‘‘আমার সঙ্গে সানির সম্পর্ক ছিল না। ছবির প্রচারের জন্য এ সব ভুয়ো খবর ছড়ানো হয়েছিল। শুটিং চলাকালীন মাঝেমধ্যেই ইংল্যান্ড যেত সানি। আমি আসল কারণ জানতাম না। এত দিন পর সব কিছু স্পষ্ট হল আমার কাছে।’’

০৯ ১৭

আসলে পূজা নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন সানি। ইংল্যান্ডের এক ব্যবসায়ীর কন্যা ছিলেন পূজা। সানি কেন কিছু দিন পর পর ইংল্যান্ড যেতেন সেই কারণ পরে অমৃতা-সহ সকলের কাছেই জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল।

১০ ১৭

বলিপাড়ার একাংশের অনুমান, বিয়ের কথা অমৃতার কাছে গোপন করেছিলেন বলে সানির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অভিনেত্রীর। আবার একাংশের দাবি, সানি তখন সবেমাত্র নিজের কেরিয়ার তৈরি করছিলেন। কেরিয়ার গড়ার পথে বিয়ের কথা জানালে যদি কাজের সুযোগ না পান তাই নিজের বিয়ের কথা গোপন করেছিলেন সানি।

১১ ১৭

কানাঘুষো শোনা যায়, পূজার সঙ্গে বিয়ের পর এক বলি অভিনেত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সানি। সানির সঙ্গে পর পর পাঁচটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন ডিম্পল কপাডিয়া। দুই তারকার বন্ধুত্ব গড়িয়ে প্রেমে পরিণত হয়। কিন্তু ডিম্পল এবং সানি তাঁদের সম্পর্ক গোপন রাখার চেষ্টা করতেন।

১২ ১৭

সানির সঙ্গে ডিম্পলের সম্পর্ক নিয়ে অমৃতাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, অমৃতা যখন বলি অভিনেতা সইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, সেই সময়েই ডিম্পলের সঙ্গে সানির বিবাহ-বহির্ভূত সম্পর্কের বিষয়ে জানতে পারেন।

১৩ ১৭

ডিম্পলকে খানিকটা কটাক্ষের সুরে অমৃতা বলেন, ‘‘আমার মনে হয় ওঁর হাতে কেক রয়েছে এবং সময় মতো সেই কেকটা খাচ্ছেনও উনি। নিজের জীবন চুটিয়ে বেঁচে নিচ্ছেন তিনি। যেখানে যেমন ভাবে অন্য মানুষটিকে চাইছেন, ঠিক তেমন ভাবেই যখন পেয়ে যাচ্ছেন, তখন এর বেশি আর কী চাই?’’

১৪ ১৭

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ডিম্পল এবং সানির সম্পর্ক অনেকটাই গভীর। এমনকি, ডিম্পলের দুই কন্যা টুইঙ্কল এবং রিঙ্কি খন্না ছোটবেলা থেকে সানিকে ‘ছোটে পাপা’ বলে সম্বোধন করেন। ডিম্পলের বোন সিম্পল কপাডিয়া অভিনেতার পোশাকশিল্পী হিসাবে কাজ করেছেন।

১৫ ১৭

ডিম্পলের সঙ্গে ১১ বছর সম্পর্কে থাকার পর গোপনে অভিনেত্রীকে বিয়ে করেন সানি। কিন্তু সেই সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে আনেননি দুই তারকা। তবে ডিম্পলের সঙ্গে সানির সম্পর্ক নিয়ে আলোচনা বন্ধ হয়ে যায় যখন অভিনেতার সঙ্গে নাম জড়িয়ে পড়ে বলি অভিনেত্রী রবিনা টন্ডনের।

১৬ ১৭

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বলি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বিচ্ছেদের পর সানির সঙ্গে মেলামেশা শুরু করেন রবিনা। ‘জিদ্দি’ ছবিতে একসঙ্গে অভিনয়ও করেন দুই তারকা। শুটিং চলাকালীন নাকি দু’জনে সম্পর্কে জড়িয়ে পড়েন অন্দরমহলে শোনা যায়। কিন্তু ছবিমুক্তির পর তাঁদের সম্পর্কের খবরও মাটিতে মিশে যায়।

১৭ ১৭

কয়েক বছর আগে ইউরোপের মোনাকোয় ঘুরতে গিয়েছিলেন সানি এবং ডিম্পল। সেখানে হাত ধরে বসে থাকা অবস্থায় সানি এবং ডিম্পলের একটি ছবি আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়। দুই তারকার মধ্যে ভালবাসা রয়েছে না কি নিখাদ বন্ধুত্ব তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement