শুরু হয়ে গেল চলতি বছরের ইন্ডিয়ান প্রিয়িমার লিগ (আইপিএল)। ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ড দেখে ফেলেছে ২২ গজ। দেখেছে ব্যাটারদের প্রহার থেকে বোলারদের ভেলকি।
২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের ইতিহাসে এসেছেন বহু বিধ্বংসী ব্যাটার। এসেছেন ভয়ঙ্কর বোলারেরাও। এঁদের মধ্যে কেউ বাঁহাতি, কেউ বা ডানহাতি। সেই সব ক্রিকেটারকে নিয়ে আমরা তৈরি করলাম আইপিএলের সর্বকালের সেরা বাঁহাতিদের একাদশ। দেখুন তো, আমাদের এই দলের সঙ্গে আপনার তৈরি করা দল মিলল কি না।
ক্রিস গেল: কেরিয়ারে একাধিক দলের হয়ে খেলেছেন ‘ইউনিভার্স বস’। যে কোনও বোলারের রাতের ঘুম কেড়ে নিত তাঁর ব্যাট। ক্যারিবীয় ওপেনারের স্ট্রাইক রেট প্রায় ১৫০। ছ’টি সেঞ্চুরি করা গেলের সর্বোচ্চ রান অপরাজিত ১৭৫। আমাদের এই দলের ওপেনার তিনিই।
ডেভিড ওয়ার্নার: গেলের সঙ্গী হবেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ধারাবাহিক ভাবে ভাল খেলা অসি ওপেনারের গড় ৪০.৫২। স্ট্রাইক রেট প্রায় ১৪০। আইপিএল কেরিয়ারে ১৮৪ ম্যাচে ৬২টি অর্ধশতরান রয়েছে তাঁর।
গৌতম গম্ভীর (অধিনায়ক): আমাদের এই দলের অধিনায়ক। কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানো ক্রিকেটার বর্তমানে ভারতের জাতীয় দলের কোচ। কেরিয়ারে ৩৬টি অর্ধশতরান রয়েছে গম্ভীরের, খেলেছেন ১৫৪টি ম্যাচ।
সুরেশ রায়না: আইপিএলের ইতিহাসে অন্যতম ধারাবাহিক ব্যাটার। চেন্নাইকে বহু ম্যাচ জিতিয়েছে তাঁর ব্যাট। ২০৫টি ম্যাচ খেলা রায়নার রয়েছে ৩৯টি অর্ধশতরান। আমাদের দলের চার নম্বরে আসবেন তিনিই।
যুবরাজ সিংহ: ব্যাট হোক বা বল, যে কোনও ভাবে ম্যাচের রং বদলে দিতে পারেন এই অলরাউন্ডার। আইপিএলে ব্যাট হাতে যুবরাজ করেছেন ২৭৫০ রান। বল হাতে ওভারপিছু মাত্র ৭.৪৪ রান খরচ করে নিয়েছেন ৩৬ উইকেট।
অ্যাডাম গিলক্রিস্ট: আমাদের এই দলের উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন বিধ্বংসী অসি ব্যাটার। যে কোনও ধরনের ক্রিকেটে বোলারের ত্রাস হয়ে ওঠার ক্ষমতা ছিল তাঁর। আইপিএলে ৮০ ম্যাচে দু’হাজারেরও বেশি রান করেছেন তিনি।
রবীন্দ্র জাডেজা: সাত নম্বরে নামবেন রবীন্দ্র জাডেজা। এখনও তিনি দেশের অন্যতম সেরা অলরাউন্ডার। চেন্নাইয়ের ঘরের ছেলে বহু ম্যাচে দলের ত্রাতার ভূমিকায় ছিলেন। লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে প্রায় তিন হাজার রান করেছেন তিনি। ২৪১ ম্যাচে ১৬০ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।
শাকিব আল হাসান: আট নম্বরে আসবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বাংলাদেশের শাকিব আল হাসান। ব্যাট হোক বা বল, বহু ম্যাচ জেতানো পারফরম্যান্স এসেছে তাঁর কাছ থেকে। দলের প্রয়োজনে উপরের দিকে অনায়াসে ব্যাট করতে পারেন তিনি।
কুলদীপ যাদব: দলের স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন চায়নাম্যান কুলদীপ। এখনও পর্যন্ত ৮৪ ম্যাচে ৮৭ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে ১৪ রানে ৪ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স। চলতি আইপিএলে দিল্লির হয়ে খেলছেন তিনি।
জ়াহির খান: ভারতের সর্বকালের সেরা বাঁহাতি পেসার। আইপিএলে বেঙ্গালুরু, দিল্লি এবং মুম্বইয়ের হয়ে খেলেছেন তিনি। এই দলের পেস ব্য্টারির দায়িত্বে থাকছেন জ়াহির।
জয়দেব উনাদকট: এক সময়ে আইপিএলের অন্যতম দামি ক্রিকেটার ছিলেন। আইপিএলে ১০৫ ম্যাচে ৯৯ উইকেট নিয়েছেন উনাদকট। দু’বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি।
শিখর ধওয়ান: চলতি আইপিএলে না থাকলেও টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই বাঁহাতি ওপেনার। আমাদের দলের প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার ধওয়ান।
ঋষভ পন্থ: চলতি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। মারকুটে ব্যাটারের স্ট্রাইক রেট প্রায় ১৫০। কেরিয়ারে একটি শতরানও করেছেন ঋষভ। তিনি এই দলের দ্বিতীয় ইমপ্যাক্ট প্লেয়ার।
মাইকেল হাসি: সাদা বলের ক্রিকেটে অন্যতম ভরসার নাম মাইকেল হাসি। আইপিএলে প্রায় দু’হাজার রান করেছেন ‘মিস্টার ক্রিকেট’। তিনি এই দলের তৃতীয় ইমপ্যাক্ট প্লেয়ার।
ট্রেন্ট বোল্ট: আইপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন এই কিউয়ি ক্রিকেটার। টুর্নামেন্টে ১২১টি উইকেট নিয়েছেন তিনি। তিনি এই দলের চতুর্থ ইমপ্যাক্ট প্লেয়ার।
মিচেল ম্যাকক্লেনাঘ্যান: পাঁচ বছরের আইপিএল কেরিয়ার ৫৬ ম্যাচে ৭১ উইকেট নিয়েছেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার। তিনি এই দলের পঞ্চম ইমপ্যাক্ট প্লেয়ার।