ভারতের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমে যে রেলপথগুলি রয়েছে সেগুলো কখনও পাহাড়ের গা ঘেঁষে, কখনও জঙ্গলের ভিতর দিয়ে, কখনও বা সমুদ্রের উপর দিয়ে গিয়েছে। আবার মরুভূমির বুক চিরে ছুটতে দেখা যায় ট্রেন। এই রেলপথে সফর করতে করতে অনেক রোমাঞ্চ ও প্রাকৃতিক শোভা অভিজ্ঞতা ঝুলিতে ভরে নিতে পারেন। এক বার ঘুরে আসুন না এ সব রেলপথের অভিজ্ঞতা নিতে। তারিয়ে তারিয়ে উপভোগ করতে। অপূর্ব-ভয়ঙ্কর ভারতের কয়েকটি রেলপথ দেখে নেওয়া যাক এই গ্যালারিতে।