Mohan Manjhi

‘গুরুজি’ থেকে বিধায়ক! স্পিকারের আসনে ডাল ছুড়ে সাসপেন্ড হন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী

ছোটবেলা থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ তথা আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন মোহন। আইন নিয়ে পড়াশোনা শেষ করে আরএসএস পরিচালিত সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে ‘গুরুজি’ হিসাবে কর্মজীবন শুরু হয়েছিল তাঁর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ১৪:৪৫
Share:
০১ ১৯

ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কেওনঝড়ের চার বারের বিধায়ক মোহনচরণ মাঝিকে বেছে নিয়েছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব! বুধবারই শপথগ্রহণ অনুষ্ঠান তাঁর। ৫২ বছরের আদিবাসী নেতা মোহন গত আড়াই দশক ধরে বিজেপির সঙ্গে যুক্ত।

০২ ১৯

লোকসভার পাশাপাশি ওড়িশায় বিধানসভা ভোটও হয়েছিল। ১৪৭ আসনের ওড়িশা বিধানসভায় ৭৮টিতে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পদ্ম। বিজেডি ৫১ এবং কংগ্রেস ১৪টি আসনে জিতেছে। অন্যেরা চারটিতে।

Advertisement
০৩ ১৯

২৪ বছরের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেডিকে পরাস্ত করে এ বারই প্রথম ভুবনেশ্বরের কুর্সি দখল করল পদ্মশিবির।

০৪ ১৯

রবিবার সে রাজ্যের ধর্মেন্দ্র প্রধান এবং জুয়েল ওরাওঁ রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এই পরিস্থিতিতে ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে যে নামগুলিকে ঘিরে জল্পনা তৈরি হয়েছিল, তার মধ্যে নাম ছিল না মোহনের। তবে শেষমেশ জল্পনার বৃত্তের বাইরে থাকা মোহনকেই ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।

০৫ ১৯

কে এই মোহন? ওড়িশার রাজনীতিতে তাঁর উত্থান কী ভাবে?

০৬ ১৯

মোহনের জন্ম কেওনঝড় জেলার রাইকালা গ্রামে। তাঁর বাবা ছিলেন একজন নিরাপত্তারক্ষী।

০৭ ১৯

ছোটবেলা থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ তথা আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন মোহন। আইন নিয়ে পড়াশোনা শেষ করে আরএসএস পরিচালিত সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে ‘গুরুজি’ হিসাবে কর্মজীবন শুরু হয়েছিল তাঁর।

০৮ ১৯

মোহনের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল পঞ্চায়েত প্রধান হিসাবে। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি রাইকালা গ্রামের পঞ্চায়েত প্রধান ছিলেন। সেই সময় ওড়িশা বিজেপির তফসিলি মোর্চার সাধারণ সম্পাদকের পদেও বসানো হয় তাঁকে।

০৯ ১৯

২০০০ সালে ওড়িশা বিধানসভা নির্বাচনে কেওনঝড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহন। জিতে যান। এর পর ২০০৪ এবং ২০১৯ সালেও কেওনঝড় থেকে জিতে বিধায়ক নির্বাচিত হন তিনি। ২০২৪-এও ওই কেন্দ্র থেকেই জিতেছেন। হেরে গিয়েছিলেন শুধু ২০১৪ সালে।

১০ ১৯

২০২৪-এর বিধানসভা নির্বাচনে বিজেডির প্রার্থীকে ১১ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন মোহন।

১১ ১৯

মোহন ওড়িশার একজন শক্তিশালী আদিবাসী নেতা। সাংগঠনিক দক্ষতার জন্য তিনি রাজ্য বিজেপির অন্দরে বিশেষ সমাদৃত। ওড়িশা বিধানসভার চিফ হুইপও ছিলেন তিনি।

১২ ১৯

মোহনের রাজনৈতিক কেরিয়ার দুই দশকেরও বেশি। বিধানসভা হোক কিংবা লোকসভা, প্রথম থেকেই দলের নির্বাচনী কৌশল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

১৩ ১৯

ওড়িশা বিজেপির নীতি নির্ধারণেও অন্যতম ভূমিকা রয়েছে মোহনের। মোহনের জনসংযোগ ক্ষমতা, বিশেষ করে আদিবাসীদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তাঁকে আরও জনপ্রিয়তা দিয়েছে।

১৪ ১৯

সৎ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির পাশাপাশি আগ্রাসী মেজাজের জন্যেও মোহন পরিচিত। ওড়িশার রাজ্য বিজেপির নেতাদের মতে, মোহন হলেন ‘আগুনের গোলা’।

১৫ ১৯

গত বছর বিধানসভা অধিবেশন চলাকালীন বিজেডি সরকারের খাদ্যশস্য দুর্নীতির প্রতিবাদ জানাতে গিয়ে স্পিকারের আসনে ডাল ছুড়ে তিনি সাসপেন্ড হয়েছিলেন।

১৬ ১৯

মিড-ডে মিল প্রকল্পে ডাল কেনার জন্য বরাদ্দ ৭০০ কোটি টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে এই কাণ্ড ঘটিয়েছিলেন মোহন এবং বিজেপি বিধায়ক মুকেশ মহালিং।

১৭ ১৯

যদিও স্পিকারের আসনে ডাল ছোড়ার অভিযোগ অস্বীকার করে মোহন জানিয়েছিলেন, কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি স্পিকারের কাছে ডাল নিয়ে গিয়েছিলেন মাত্র।

১৮ ১৯

ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর পুরীর জগন্নাথের উদ্দেশে প্রণাম জানিয়ে মোহন বলেন, ‘‘জগন্নাথের আশীর্বাদেই বিজেপি ওড়িশায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সরকার গঠন করতে যাচ্ছে। আমি ওড়িশার সাড়ে চার কোটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন।’’

১৯ ১৯

উল্লেখ্য, মোহনকে মুখ্যমন্ত্রী মনোনীত করার পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে পার্বতী পরীদা এবং কণকবর্ধন সিংহদেওকে। মঙ্গলবার বিকেলে দলের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজনাথ সিংহ এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে তাঁদের নাম ঘোষণা করা হয়।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement