বারমুডা ট্রায়্যাঙ্গল হোক বা মিশরের পিরামিড, ইকা পাথর বা দিল্লির লৌহ স্তম্ভ— অদ্ভূত সব ভেল্কি দেখিয়ে নাম কিনেছে তাঁরা। ‘বিস্ময়’ হয়ে থেকে গিয়েছে মানুষের মনে। স্বাভাবিক নিয়ম থেকে বার বার উল্টো পথে চলে বিভ্রান্ত করেছে মানুষকে। রহস্যের কিনারা করতে গিয়ে নাকানিচোবানি খেয়েছেন বিজ্ঞানীরা। অবশেষে মানুষের বুদ্ধি আর বিজ্ঞানের কাছে হার মানতে বাধ্য হয়েছে পৃথিবীর এই ‘বিস্ময় বালক’রাও। তবে নতুন নতুন বৈজ্ঞানিক ব্যাখ্যায় আজও রহস্যের আরও কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করছেন গবেষকরা।