Japan

মা ডাক শুনতে চাইছেন না ৪২ শতাংশ জাপানি মহিলা! সূর্য অস্ত যাচ্ছে ‘উদীয়মান সূর্যের দেশে’?

জাপানে ২০০৫ সালে জন্ম নেওয়া প্রায় ৪২ শতাংশ প্রাপ্তবয়স্ক তরুণী তাঁদের জীবদ্দশায় কখনওই সন্তানধারণ করতে পারবেন না। যা জাপানের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৬:৫৬
Share:
০১ ১৫
40 percent of Japanese women may never become mother, but why it may happe

২০০৫ সালে জন্মগ্রহণ করেছেন এমন বহু জাপানি মহিলা কোনও দিন সন্তানের জন্ম না-ও দিতে পারেন। যা জাপানের সামাজিক পরিস্থিতির পরিপন্থী হয়ে উঠতে পারে। এমনটাই বলছে জাপানের বিভিন্ন সংবাদমাধ্যম।

০২ ১৫
40 percent of Japanese women may never become mother, but why it may happen

জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে জন্ম নিয়েছেন অথচ কোনও দিন ‘মা’ ডাক শুনতে চান না, এমন তরুণীর সংখ্যা প্রায় ৪২ শতাংশ।

Advertisement
০৩ ১৫
40 percent of Japanese women may never become mother, but why it may happen

জাপানে ২০০৫ সালে জন্ম নেওয়া প্রায় ৪২ শতাংশ তরুণী তাঁদের জীবদ্দশায় কখনওই সন্তানধারণ করতে চান না। জাপানের সরকারি গবেষণার অনুমানকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে, সংবাদমাধ্যম ‘নিক্কেই’। আর এর ফলে জাপানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যেতে পারে বলেও মনে করা হচ্ছে।

০৪ ১৫

‘নিক্কেই’-এর প্রতিবেদন অনুযায়ী, জাপানের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ’ একটি গবেষণা চালিয়ে দাবি করেছে, ২০০৫ সালে জন্ম নেওয়া মহিলাদের ৪২ শতাংশ কখনও মা হতে চান না।

০৫ ১৫

পরিস্থিতি মোটামুটি থাকলে, সেই সংখ্যা হবে ৩৩.৪০ শতাংশ। পরিস্থিতিতে খুব ভাল হলে আশা করা যাচ্ছে সংখ্যা হবে ২৪.৬০ শতাংশের কাছাকাছি।

০৬ ১৫

রিপোর্ট অনুযায়ী জাপানে পুরুষদের মধ্যেও বিয়ে না করার প্রবণতা বাড়ছে। ১৮ বছর বয়সিদের অর্ধেকই নাকি জানিয়েছেন যে, তাঁরা বাবা হতে চান না।

০৭ ১৫

জাপানের পুরুষ এবং মহিলাদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার অনীহার কারণেই এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে গবেষণায় উঠে এসেছে।

০৮ ১৫

সংখ্যায় অনেক কম হলেও অনুরূপ প্রবণতা লক্ষ করা যাচ্ছে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে।

০৯ ১৫

গবেষণা বলছে, প্রথম বিশ্বের দেশগুলি অর্থনীতির দিক থেকে ফুলেফেঁপে উঠলেও তাদের তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে না করার এবং সন্তান জন্ম না দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

১০ ১৫

পশ্চিমি দেশগুলিতে, ১৯৭০ সালে জন্মগ্রহণকারী মহিলাদের প্রায় ১০ শতাংশ থেকে ২০ শতাংশ সন্তানধারণ করেননি। জাপানে এই সংখ্যা ২৭ শতাংশের কাছাকাছি।

১১ ১৫

কয়েক বছরের মধ্যে জাপানের এই সংখ্যা পশ্চিমি দেশের তুলনায় দ্বিগুণ হবে বলে মনে করা হচ্ছে।

১২ ১৫

তবে ব্রিটেন এবং জার্মানির মতো দেশগুলিতে এই প্রবণতা কিছুটা কমেছে। ওই দুই দেশের বেশির ভাগ দম্পতি অন্তত এক জন সন্তানধারণে ইচ্ছুক।

১৩ ১৫

জাপান সরকারও তরুণ প্রজন্মকে সন্তানধারণের জন্য উৎসাহিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুরুষদের বিয়ে করার বিষয়েও উৎসাহ জোগানোর চেষ্টা করছে সরকার।

১৪ ১৫

হিটোতসুবাশি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইকোনমিক রিসার্চের অধ্যাপক তাকাশি ওশিও বলেন, ‘‘পেনশন তোলা থেকে চিকিৎসা করানো— অনেক ক্ষেত্রেই অবিবাহিতদের সমস্যার সম্মুখীন হতে হয়। আর তা ছাড়া এ ভাবে তরুণ প্রজন্ম বিয়ে এবং সন্তানবিমুখ হয়ে গেলে জাপানের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে।’’

১৫ ১৫

জাপানে জন্মহার বছরের পর বছর ধরে কমে যাওয়ার কারণে সরকার বার বার উদ্বেগ প্রকাশ করেছে। ২০২২ সালে সে দেশে জন্মহার ছিল সব থেকে কম।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement