শুটিংয়ের সময় কতটা ক্লান্ত হয়ে পড়তেন, তা বোঝাতে গিয়ে নিজেকে ধর্ষিতাদের সঙ্গে তুলনা করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন সলমন খান। কিন্তু এই তালিকায় তিনিই প্রথম নন। ধর্ষণকে লঘু করে দেখার মানসিকতা সমাজের সর্ব স্তরের মানুষের মধ্যেই কমবেশি রয়েছে। আজও এই সমাজ ধর্ষণ হলে মহিলাদের ওপরেই ফতোয়া জারি করে এমন ঘটনাও দেখা যায়। নানা রকম ব্যঙ্গ মন্তব্যে ধর্ষিতার যন্ত্রণাকে হাস্যস্পদ করে তোলে এই সমাজেরই একটা অংশ। রাজনীতির ময়দানও এর ব্যতীক্রম নয়। নানান সময় নানান রাজনীতিক ধর্ষণ নিয়ে এমন মন্তব্য করেছেন যা বিতর্কের ঝড় তুলেছে। তেমনই কিছু ঝড় তোলা মন্তব্যকে ফিরে দেখা।
আরও পড়ুন: ধর্ষিতার উপমা টেনে কুরুচিকর মন্তব্য, নিন্দার ঝড়ে ক্ষমা চাইলেন সলমন