হাওড়া ব্রিজ- আমার ভারত, আমার নতুন জগতের সেতুবন্ধন।
ভ্যাটিকান সিটি যখন তৈরি হচ্ছে মাদার টেরিজাকে সন্ত ঘোষণা করতে, তখন কলকাতায় নিজের ফোটোগ্রাফিক এগজিবশন ‘মেমোরিজ অব মাদার টেরিজা’ নিয়ে এসেছেন গৌতম লুইস। ম্যানেজমেন্ট প্রফেশনাল, মিউজিশিয়ান, ফোটোগ্রাফার, ফিল্মমেকার গৌতমের এখনকার জীবনে নেই দারিদ্রের কোনও ছায়া। তবু মাদার টেরিজার সঙ্গে তাঁর যোগ আত্মিক। ১৯৮৪ সালে কলকাতা ছেড়ে চলে যাওয়ার পর একাকীত্ব, দারিদ্র থেকে হাজার মাইল দূরে থেকেছেন গৌতম। মাদারের সন্তায়নের প্রাক্কালে সেই গৌতমই ফিরেছেন তাঁর কলকাতার ভাই-বোনদের কাছে। কী ভাবে দেখলেন তিনি আজকের কলকাতাকে? দেখুন সেই ছবি—
আরও খবর- তিলোত্তমার মাদার
আরও খবর- ফিরে দেখা: মাদারের মহাপ্রয়াণ
আরও খবর- বিপন্ন বিস্ময়