প্রতীকী ছবি
সবাই বলছে, সঞ্চয় করলেই হবে না। জানতে হবে লক্ষ্যটাও। ধরা যাক, এক পাত্রে একসঙ্গে সব তরকারি দিয়ে আগুনে বসালেন সুস্বাদু খেতে হবে ভেবে। কিন্তু দেখা গেল, সুসিদ্ধ হলেও রান্নার স্বাদ যাচ্ছেতাই। ভাল রান্না করতে গেলে যেমন কোন মশলা কোন তরকারিতে কী ভাবে দেবেন, জানতে হয়, ঠিক তেমনই সঞ্চয়ের ক্ষেত্রে জানতে কোন সঞ্চয় কেন করছেন। না হলে সঞ্চয় হবে ঠিকই,কিন্তু ঠিক সময়ে তা ঠিক কাজে আসবে না। সব তরকারি দেওয়া বিস্বাদ ঘ্যাঁটের মতোই হাল হবে তার।তাই চোখ রাখুন নীচের তালিকায় আর তৈরি করুন সঞ্চয়ের লক্ষ্য।
লক্ষ্যের তালিকা:
সঞ্চয়ের প্রাথমিক কিছু লক্ষ্যের কথা বলা হল এখানে। এ ভাবেই খাতা-পেন্সিল নিয়ে আয়-ব্যয়ের নয়, আয় ধরে সঞ্চয়ের লক্ষ্য স্থির করুন। কত দিন বাদে সেই লক্ষ্য পূরণ করতে হবে, সেই সময়ের হিসাব ধরে সঞ্চয় করতে শুরু করুন। লক্ষ্য যত দূরে, রিটার্ন তত বেশি। আর তাই দু'বছর বাদে ২ লক্ষ টাকা পেতে যে টাকা মাসে এখন জমাতে হবে, ২০ বছর বাদে ২ লক্ষ টাকার ব্যবস্থা করতে তার থেকে অনেক কম টাকা লাগবে। তাই মাথায় রাখুন সময় মেপে রিটার্ন আর কত টাকা আপনার লক্ষ্য। মাথায় রাখবেন মুদ্রাস্ফীতির অঙ্কটাও।
বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।