রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে রবীন্দ্রনাথের গানের অর্ঘ্য সাজিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল ‘বসন্ত তার গান দিয়ে যায়’।
রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে রবীন্দ্রনাথের গানের অর্ঘ্য সাজিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল ‘বসন্ত তার গান দিয়ে যায়’। রবীন্দ্রনাথের বসন্তের গান দিয়ে এই অনুষ্ঠানের বিন্যাসে শিল্পী ছিলেন ড. অতনু সেন।
‘শেষ বসন্ত’ কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু। এর পরে প্রথম গান ছিল ঝাঁপতালে ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’। এর পরে শিল্পী গাইলেন ২১টি গান। তার মধ্যে ভাল লাগল ‘লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘বসন্ত তার গান লিখে যায়’, ‘সে কেবল পালিয়ে বেড়ায়’, ‘আকাশ আমায় ভরল আলোয়’, ‘তুমি কিছু দিয়ে যাও’। অনুষ্ঠানের শেষ গান ছিল ‘কখন বসন্ত গেল’।
অতনু সেনের কণ্ঠ ভাল। গানে নিষ্ঠার ছাপ পরিস্ফুট। কিন্তু গান পরিবেশনে কিছুটা যেন একঘেয়েমি পরিলক্ষিত হল। শিল্পী যদি গান নির্বাচনে ভবিষ্যতে একটু সচেষ্ট হন, তা হলে ওঁর অনুষ্ঠানগুলি আরও মনোগ্রাহী হয়ে উঠবে।
ভাষ্যপাঠে রাজা সেন আর একটু যত্নবান হতে পারলে অনুষ্ঠানটি আরও সুন্দর হত। যন্ত্রসঙ্গীতে ছিলেন তালবাদ্যে গৌতম রায়, এস্রাজে অঞ্জন বসু, কি-বোর্ডে রানা দত্ত এবং পারকাসনে অমিত রায়। সকলেই শিল্পীকে খুব সুন্দর ভাবে সহযোগিতা করেছেন।