প্রেম, বিরহ ও বর্ষা

অনুষ্ঠিত হল ‘প্রেমের বাদল নামল’। সংকলন কাজল সুরের। রবীন্দ্রনাথের ‘রাজা’ ও ‘রক্তকরবী’র বিশু পাগলের অভিনয় মুহূর্তগুলি অসামান্যভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী। প্রাণ ছুঁয়ে গেছে মিত্রা দত্তের কণ্ঠে ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’ গানটি।

Advertisement

সুমনা দাশগুপ্ত

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৬ ০০:০০
Share:

অনুষ্ঠিত হল ‘প্রেমের বাদল নামল’। সংকলন কাজল সুরের। রবীন্দ্রনাথের ‘রাজা’ ও ‘রক্তকরবী’র বিশু পাগলের অভিনয় মুহূর্তগুলি অসামান্যভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী। প্রাণ ছুঁয়ে গেছে মিত্রা দত্তের কণ্ঠে ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’ গানটি। শিল্পীর উচ্চারণ স্পষ্ট। তাঁর গলায় ‘ছায়া ঘনাইছে বনে বনে’ বর্ষাকে মনে করায়। শর্মিলা বসু ‘উতল হাওয়া বাদল দিনে’ গানটি ভাল গেয়েছেন। ঋতুপর্ণা রায়ের কণ্ঠে ‘তবু মনে রেখো’ সমাপ্তি সঙ্গীত হিসেবে যথার্থ।

Advertisement

•••

Advertisement

সম্প্রতি শিশির মঞ্চে গান ও পাঠের অনুষ্ঠানে বেশ কয়েক জন নবীন শিল্পী নিবেদন করলেন প্রেম ও বিরহের গান। এ দিন নজর কেড়েছেন ইন্দ্রাক্ষী ঘোষ বসু। তিনি শোনালেন বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত। তার মধ্যে উল্লেখযোগ্য হল ‘উতলধারা বাদল ঝরে’, ‘আমি তখন ছিলেম’ গান দুটি। বিবেক বসু রায়ের ভাষ্যপাঠে নতুনত্ব আছে। শেষে ছিল নৃত্যানুষ্ঠান।

•••

সম্প্রতি আইসিসিআর-এ ‘অনুভবে জেনেছিলেম’ শীর্ষক অনুষ্ঠানে উৎসব দাস তাঁর নির্বাচনে রেখেছিলেন প্রেম-বিরহ-অপেক্ষা। শুরু করলেন ‘চিত্ত পিপাসিতরে’ গানটি দিয়ে। তার পর ‘আহা, তোমার সঙ্গে’, ‘যখন এসেছিলে অন্ধকারে’, ‘হার মানা হার’ ‘দীপ নিবে গেছে মম’। অন্তিমে ছিল মুক্ত ছন্দের দুটি গান, ‘আমি রূপে তোমায় ভোলাব না’ ও ‘তবু মনে রেখো’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement