সুতিতে স্বচ্ছন্দ

খাদি এবং হ্যান্ডলুমের পোশাকে অভিনব কাট, ড্রেপ, ডিটেলিং। কমফর্ট ও স্টাইলের চলন পা মিলিয়ে... খাদি এবং হ্যান্ডলুমের পোশাকে অভিনব কাট, ড্রেপ, ডিটেলিং। কমফর্ট ও স্টাইলের চলন পা মিলিয়ে...

Advertisement

পারমিতা সাহা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০০:২৯
Share:

ফুটিফাটা গরম কিংবা বৃষ্টির পর প্যাঁচপেচে ওয়েদারে বিচ্ছিরি ঘাম, এটাই যেন এখন এ শহরের আবহাওয়া চিত্র। সব ক্ষেত্রেই ‘কমন’ গরম! তাই এহেন গ্রীষ্মপ্রধান দেশে সুতির কোনও বিকল্প বোধহয় হয় না। ডিজাইনার রিমি নায়েকের এই কালেকশন সেই ভাবনাকে মাথায় রেখেই। কোথাও কোনও আতিশয্য নেই, আবার ঠিক যতটুকু প্রয়োজন, তা যেন স্বস্থানে আছে। ফ্যাশনে এখন ব্যাক ইজ দ্য নিউ ফ্রন্ট (বাঁ দিকের ছবিটি)।

Advertisement

এখানে যেমন হ্যান্ডলুমের সাদা শার্টটি স্টাইলিশ করে তুলেছে কাটআউট ব্যাক, যাতে রয়েছে বাংলা টাইপোগ্রাফি ডিটেলিং। আবার নীল রঙা খাদির সিম্পল কুর্তির মূল আকর্ষণ নেক টাই কলার ডিটেলিং।

Advertisement

তা পেয়ার আপ করা হয়েছে ডিসট্রেসড জিন্‌সের সঙ্গে। সবুজ রঙের কটন ড্রেপড লেয়ার্ড স্কার্ট জুড়ে কনট্রাস্ট পাইপিং। উজ্জ্বল এই স্কার্টের সঙ্গে ব্যালান্স করেছে ব্ল্যাক টপ। আবার হলুদ হ্যান্ডলুমের কটন ড্রেপের লং ড্রেসের পাইপিংয়ের ডিটেলিং নজর কাড়ে।

তাই ডেটিং হোক, বন্ধুদের আড্ডা বা গেটটুগেদার, সুতির পোশাকে আরাম এবং স্টাইলের ব্যালান্স থাকুক সমান-সমান।

পোশাক: রিমি নায়েক, মডেল: শ্রীময়ী, অনুষ্কা,

মেকআপ: নবীন দাস, ছবি: অমিত দাস

লোকেশন: কামিং ব্যাক টু লাইফ, লেক অ্যাভিনিউ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement