জেলা হাসপাতালে প্রতিনিধিদল

তমলুক-হলদিয়ায় সিসিইউ চালুর আশ্বাস

সঙ্কটাপন্ন রোগীদের আলাদা ভাবে চিকিৎসার জন্য আগামী ডিসেম্বর মাসের মধ্যে বিশেষ ইউনিট চালু হবে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ও হলদিয়া মহকুমা হাসপাতালে। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রধান উপদেষ্টা সুব্রত মৈত্রের নেতৃত্বে স্বাস্থ্য দফতরের চার সদস্যের দল জেলা হাসপাতাল, কাঁথি মহকুমা হাসপাতাল এবং হলদিয়া মহকুমা হাসপাতাল ঘুরে দেখেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৪ ০২:০১
Share:

জেলা হাসপাতালে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। —নিজস্ব চিত্র

সঙ্কটাপন্ন রোগীদের আলাদা ভাবে চিকিৎসার জন্য আগামী ডিসেম্বর মাসের মধ্যে বিশেষ ইউনিট চালু হবে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ও হলদিয়া মহকুমা হাসপাতালে।

Advertisement

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রধান উপদেষ্টা সুব্রত মৈত্রের নেতৃত্বে স্বাস্থ্য দফতরের চার সদস্যের দল জেলা হাসপাতাল, কাঁথি মহকুমা হাসপাতাল এবং হলদিয়া মহকুমা হাসপাতাল ঘুরে দেখেন। স্বাস্থ্য দফতরের উচ্চ পর্যায়ের দল হাসপাতালগুলির নানা বিভাগের চিকিৎসা পরিকাঠামো ও পরিষেবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

এ দিন সকালে কাঁথি হাসপাতাল ও পরে হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনের পরে বিকেলে জেলা হাসপাতালে পৌঁছায় দলটি। জেলা হাসপাতালে প্রথমে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক, জেলা প্রশাসন, পূর্ত দফতর, হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অজয় পাল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল বন্দ্যোপাধ্যায়, জেলা হাসপাতালের সুপার গোপাল দাস প্রমুখ।

Advertisement

বৈঠকের পরে প্রতিনিধি দলটি জেলা হাসপাতালের জরুরি বিভাগ, মেল সারজিক্যাল, শিশুবিভাগ, প্রসূতি বিভাগ ও অপারেশন থিয়েটারে যায়। জেলা হাসপাতালের যে জায়গায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) গড়ার প্রস্তাব রয়েছে, সেখানে গিয়ে নানা বিষয় খতিয়ে দেখেন। পরে সুব্রতবাবু সাংবাদিকদের জানান, “স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ জন্য বিভিন্ন জেলা ও মহকুমা হাসপাতালে সিসিইউ চালু করতে উদ্যোগী হয়েছি আমরা।”

তাঁর কথায়, “আগামী বছরের মধ্যে রাজ্যের ৬৮টি হাসপাতালে সিসিইউ ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট চালুর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। ইতিমধ্যে ১৭টি হাসপাতালে এই ইউনিট চালু হয়েছে।” তাঁর আশ্বাস, জেলা হাসপাতাল ও হলদিয়া মহকুমা হাসপাতালে আগামী ডিসেম্বর মাসের মধ্যে সিসিইউ চালু হয়ে যাবে। একই সঙ্গে তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১৫টি হাসপাতালে এই ইউনিট চালু হবে।

সুব্রতবাবু মানছেন, জেলা হাসপাতালে চিকিৎসকের ঘাটতি রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement