তমলুক জেলা হাসপাতালে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র
রাজ্যের স্বাস্থ্য দফতর ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে ডায়ালিসিস ইউনিট চালু হল পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। মঙ্গলবার তমলুক হাসপাতালে এই পরিষেবার উদ্বোধন করেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। এ দিন জেলা হাসপাতালের ভিতরে এই ডায়ালিসিস ইউনিট উদ্বোধন করার পর শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বাস্থ্য দফতরের দ্বায়িত্ব নিয়ে যে ভাবে সরকারি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলিতে রোগীদের বিভিন্ন পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছেন তাতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন মাত্রা যোগ হয়েছে।” মুখ্যমন্ত্রীর চেষ্টাতেই জেলা হাসাপাতলে পিপিপি মডেলে এই ডায়ালিসিস পরিষেবা চালু করা গিয়েছে। এর ফলে জেলার রোগীদের ডায়ালিসিস করার জন্য বহু কষ্ট ও অর্থ খরচ করে কলকাতায় যেতে হবে না বলে মন্তব্য করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর চেষ্টাতেই জেলা হাসপাতালগুলিতে শিশুদের চিকিৎসার জন্য এসএনসিইউ ইউনিট চালু করা গিয়েছে।”
তমলুক জেলা হাসপাতালে চালু হওয়া ডায়ালিসিস ইউনিট ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে দ্বায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফে জানানো হয়েছে। বিভিন্ন ধরনের ডায়ালিসিসের জন্য ৫০০ থেকে ২২০০ টাকার মধ্যে রোগীদের এই পরিষেবা যাবে। এ দিন জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকেও যোগ দেন শুভেন্দু অধিকারী। পরে স্বাস্থ্য কর্মী সংগঠন ওয়েস্ট বেঙ্গল নন-গেজেটেড হেলথ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুভেন্দুবাবুকে সংবর্ধনা দেওয়া হয়।