কর্তব্যে গাফিলতি, চিঠি ৩ ডাক্তারকে

কর্তব্যে গাফিলতির অভিযোগে কালনা মহকুমা হাসপাতালের তিন চিকিৎসককে শো-কজ করলেন সুপার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দন্ত বিভাগ ও প্যাথলজি বিভাগের দুই চিকিৎসক ও এক মেডিক্যাল অফিসারকে শো-কজের চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মেডিক্যাল অফিসার এবং প্যাথলজি বিভাগের চিকিৎসক জবাব পাঠিয়ে দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ২২ জুলাই ২০১৪ ০২:৫৪
Share:

কর্তব্যে গাফিলতির অভিযোগে কালনা মহকুমা হাসপাতালের তিন চিকিৎসককে শো-কজ করলেন সুপার।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দন্ত বিভাগ ও প্যাথলজি বিভাগের দুই চিকিৎসক ও এক মেডিক্যাল অফিসারকে শো-কজের চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মেডিক্যাল অফিসার এবং প্যাথলজি বিভাগের চিকিৎসক জবাব পাঠিয়ে দিয়েছেন। তবে শো-কজের প্রথম চিঠির জবাব না আসায় সোমবার হাসপাতাল সুপার দন্ত বিভাগের ওই চিকিৎসককে ফের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

গত দু বছর ধরে নানা সমস্যায় জর্জরিত কালনা হাসপাতালে সবথেকে বেশি অভিযোগ উঠেছে মেডিসিন বিভাগের চিকিৎসক না থাকা নিয়ে। বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি দলও হাসপাতাল ঘুরে চিকিৎসকদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর্থিক দুর্নীতির অভিযোগে মাস দু’য়েক আগে সাসপেন্ড হতে হয় তৎকালীন সুপার অভিরূপ মণ্ডলকেও। তবে এই তিন চিকিৎসককে শো-কজ করার মূল কারণ নিয়মিত হাসপাতালে না আসা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই তিন চিকিৎসক হাসপাতালে কম সময় দেন। ফলে সমস্যায় পড়েন রোগীরা। তার মধ্যে সবচেয়ে কম সময় দেন প্যাথলজি বিভাগের চিকিৎসক। আগে একাধিকবার এ নিয়ে সাবধান করা হলেও ওই চিকিৎসকেরা তাতে কান দেন নি বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, “দু’জন চিকিৎসক শো-কজের জবাব দিয়েছেন। এর মধ্যে মেডিক্যাল অফিসার ভাল পরিষেবা দেবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে তিনি দায়িত্ব নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। প্যাথলজি বিভাগের চিকিৎসকের জবাবে কিছু প্রশ্ন রয়েছে। সে নিয়ে শীঘ্রই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।” এছাড়া হাসপাতাল চত্বরে যাতে বৃষ্টির জল না জমে তার জন্য প্রবেশপথের রাস্তা উঁচু করার উদ্যোগ শুরু হয়েছে। চেষ্টা চলছে হাসপাতাল চত্বরের আগাছা পরিস্কারেরও। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কালনার মহকুমাশাসক সব্যসাচী ঘোষ জানান, রোগী কল্যাণ সমিতির বৈঠকে শো-কজের বিষয় নিয়ে আলোচনা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement