এইমসের ধাঁচে হাসপাতাল গড়তে কনভেনশনের ডাক

রায়গঞ্জ বা উত্তরবঙ্গের যে কোনও জায়গায় এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে উত্তরবঙ্গ সহ উত্তরপূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের জন প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় কনভেনশন করার কথা ঘোষণা করলেন উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ। বুধবার রায়গঞ্জের সুপারমার্কেট এলাকায় সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেন রমজ। তিনি জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর বেলা এগারোটায় ইসলামপুরের নেতাজি সুভাষ মঞ্চে ওই কনভেনশনের আয়োজন করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৫০
Share:

রায়গঞ্জ বা উত্তরবঙ্গের যে কোনও জায়গায় এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে উত্তরবঙ্গ সহ উত্তরপূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের জন প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় কনভেনশন করার কথা ঘোষণা করলেন উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ। বুধবার রায়গঞ্জের সুপারমার্কেট এলাকায় সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করেন রমজ। তিনি জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর বেলা এগারোটায় ইসলামপুরের নেতাজি সুভাষ মঞ্চে ওই কনভেনশনের আয়োজন করা হয়েছে।

Advertisement

তাঁর দাবি, ওই কনভেনশনের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের কোনও সম্পর্ক নেই। উত্তরবঙ্গ তথা উত্তরপূর্ব ভারতের বাসিন্দাদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার স্বার্থেই ব্যক্তিগত উদ্যোগে তিনি ওই কনভেনশনের ডাক দিয়েছেন।

রমজ কোনও রাজনৈতিক দলের নাম না করে বলেন, “রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে গত সাড়ে পাঁচ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনের নামে রাজনীতি করে যাচ্ছে। কিন্তু হাসপাতাল তৈরির ব্যাপারে ব্যর্থ হয়েছে। রাজ্য সরকার রায়গঞ্জের পানিশালায় জমি অধিগ্রহণ না করায় কেন্দ্র হাসপাতাল তৈরির কাজ শুরু করতে পারেনি। সম্প্রতি, রাজ্য সরকার কেন্দ্রকে রায়গঞ্জের বদলে কল্যাণীতে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির প্রস্তাব পাঠিয়েছে। আমরা কোনওমতেই রায়গঞ্জ থেকে ওই হাসপাতাল অন্যত্র সরিয়ে নিয়ে যেতে দেব না।” জমি অধিগ্রহণের ক্ষেত্রে রায়গঞ্জে সমস্যা থাকলে উত্তরবঙ্গের অন্য কোথাও এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি হলে তাঁদের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন রমজ। তিনি জানান, কনভেনশনে উত্তরবঙ্গের সাত জেলার ডান-বাম বিভিন্ন রাজনৈতিক দলের জন প্রতিনিধিদের হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। সেইসঙ্গে,আইনজীবী, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবীদের একাধিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,নেত্রী ও বিহার, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মনিপুর, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী ও জন প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

বিধায়কের কথায়, উত্তরবঙ্গ তথা উত্তরপূর্ব ভারতের বাসিন্দারা এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি নিয়ে আর রাজনীতি চান না। তাঁরা হাসপাতাল চান। তাই সর্বদলীয় কনভেনশনের মাধ্যমে হাসপাতাল তৈরির দাবিতে টানা আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, কনভেনশনের পর প্রথমে তাঁরা এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি পাঠাবেন। তাতে কাজ না হলে গোটা উত্তরবঙ্গ সহ উত্তরপূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে রায়গঞ্জ বা উত্তরবঙ্গের যে কোনও জায়গায় এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে একযোগে আন্দোলন শুরু করা হবে।

তবে ওই কনভেনশনে যোগ দেওয়ার ব্যাপারে সিপিএম বাদে আর কোনও রাজনৈতিক দল স্পষ্ট করে কিছু বলতে চায়নি।

রায়গঞ্জের সিপিএম সাংসদ মহম্মদ সেলিম বলেন, উত্তরবঙ্গ তথা উত্তরপূর্ব ভারতের বাসিন্দাদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার স্বার্থে আমরা চাই দ্রুত জমি অধিগ্রহণ করে রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি হোক। তাই চাকুলিয়ার বিধায়কের ডাকা কনভেনশনে আমাদের দলের নেতা,নেত্রী বা জনপ্রতিনিধিদের যোগ দিতে কোনও আপত্তি নেই।

বিজেপি ও কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী ও পবিত্র চন্দ পৃথকভাবে জানান, তাঁরা কনভেনশনে যোগ দেবেন কী না তা দলে আলোচনা করে চূড়ান্ত করা হবে! জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য বলেন, “এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি হচ্ছে। আমরা আর এসব রাজনীতির পাল্লায় পড়তে চাই না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement