Neha Sharma

যত বিপদ যেন ওই বক্ষ বিভাজিকায়! খোলামেলা পোশাক পরে কটাক্ষের শিকার নেহা, রইল ভিডিয়ো

‘ক্রুক’, ‘ইয়াঙ্গিস্তান’, ‘তুম বিন ২’, ‘তানহাজি’-র মতো ছবিতে অভিনয় করেছেন নেহা। ইদানীং অবশ্য ‘ওয়ারড্রোব’-এর কারণেই প্রচারের আলোয় বেশি আসতে দেখা যায় তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ১৫:১৮
Share:

নেহার পোশাক বিতর্ক। ছবি: সংগৃহীত।

তাঁর ‘ফ্যাশন সেন্স’ বরাবরই প্রশংসিত বলিপাড়ায়। কখনও সাদা-কালো অন্তর্বাসে, আবার কখনও স্নানের পোশাকে সমাজমাধ্যমে ভক্তকুলের নজর কেড়েছেন অভিনেত্রী। সম্প্রতি জিমে তাঁর শরীরচর্চার ছবিও ঝড় তুলে দিয়েছিল। সেই নেহা শর্মার ‘ফ্যাশন সেন্স’ নিয়েই প্রশ্ন উঠল। তুললেন কয়েক জন ভক্তই।

Advertisement

‘ক্রুক’, ‘ইয়াঙ্গিস্তান’, ‘তুম বিন ২’, ‘তানহাজি’-র মতো ছবিতে অভিনয় করেছেন নেহা। ইদানীং অবশ্য ‘ওয়ারড্রোব’-এর কারণেই প্রচারের আলোয় বেশি আসতে দেখা যায় তাঁকে। ফ্যাশন জগতে আজকাল নেহার নাম উচ্চারিত হলেই এসে পড়ে তাঁর বোন আয়েশার নামও। শীতের ঝলমলে সন্ধ্যায় এই দুই বোনের একটি ছবিতেই চোখ কপালে উঠেছে অনেকের!

মায়ানগরীর রাস্তায় কালো পোশাকে নেহা ও আয়েশার উন্মুক্ত বক্ষ বিভাজিকা দেখে সমাজমাধ্যমে কেউ কেউ কটাক্ষ করছেন। এক জন লিখেছেন, ‘‘নেহার ড্রেসিং সেন্স দিনে দিনে অত্যন্ত অশ্লীল এবং জঘন্য হয়ে যাচ্ছে!’’ কটাক্ষের শিকার হয়েছেন আয়েশাও। যদিও এ নতুন কিছু নয়। অতীতেও সমাজমাধ্যমে কুমন্তব্যের শিকার হয়েছেন দুই বোন। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ! অনেকের দাবি, বোনকে চলচ্চিত্র জগতে আনার জন্য এ সব করেন নেহা!

Advertisement

নেহা অবশ্য সমাজমাধ্যমে ‘ট্রোলিং’ নিয়ে বিশেষ ভাবিত নন। ইমরান হাশমির সহ-অভিনেত্রী বহু বার বলেছেন, ‘‘নিজের সৌন্দর্যকে প্রশ্ন না করেই অন্যের রূপের প্রশংসা করো। অনুপ্রেরণা পাও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement